শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রাত পোহালেই অক্ষয় তৃতীয়া! আংশিক লকডাউনের জেরে হতাশ মৃৎশিল্পীরা

০১:২৬ পিএম, মে ১৩, ২০২১

রাত পোহালেই অক্ষয় তৃতীয়া! আংশিক লকডাউনের জেরে হতাশ মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ করোনার জেরে নাজেহাল দেশবাসী। করোনার প্রথম ঢেউ এর রেশ কাটতে না কাটতেই দেশে শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ এর তাণ্ডবলীলা। দিন দিন বেড়ে চলেছে সংক্রমণ। আর করোনার জেরে বর্তমানে রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে। আর এরই মাঝে আগামীকাল অক্ষয় তৃতীয়া। হতাশ নেমে এসেছে মৃৎশিল্পীদের মুখে।

গতবছর পয়লা বৈশাখ হোক বা অক্ষয়তৃতীয়া সিদ্ধিদাতার আশীর্বাদ থেকে বঞ্চিত ছিল ব্যবসায়ী থেকে শুরু করে মৃৎশিল্পীরা। এবছর অবশ্য পয়লা বৈশাখে, একটু আশার আলো দেখলেও আংশিক লকডাউনের জেরে অক্ষয় তৃতীয়ায় হতাশ মৃৎশিল্পীরা। গত দু'বছরের আগের কথা তো এখন ইতিহাস!

তবে ন্যূনতম এবছরের পয়লা বৈশাখের মতন ব্যবসায়ীরা প্রতিমা কিনলেও খানিকটা সুরাহা হতো। তবে মৃৎশিল্পীরা জানান আংশিক লকডাউন হবে তা আগে থেকে না জানতে পারায় বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছিল তাদের। কিন্তু আজ দুপুর পর্যন্ত বিক্রির যা পরিস্থিতি রাতের মধ্যে সব প্রতিমা বিক্রি হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নেই! এমনটাই মনে করছেন মৃৎশিল্পীরা।