শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নজরে মালদহ! তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি তুঙ্গে

০২:২৪ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০২১

নজরে মালদহ! তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি তুঙ্গে
নিজস্ব প্রতিবেদনঃ মালদাঃ দেবু সিংহঃ আগামী ১০ ফেব্রুয়ারি বুধবার মালদা শহরের যুব আবাসন সংলগ্ন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই ময়দানে সভার প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার রাতে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি। প্রসঙ্গত আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক প্রচার শুরু করেছে বিভিন্ন দল। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। চলছে তৃণমূল-বিজেপি বিরোধ। যেকোন সভায় দুই দলের নেতারা একে অপরকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য অপেক্ষায় রাজ্যবাসী। বিধানসভার ভোটের ফলাফলেই জানা যাবে কে হবে বাংলার শাসক। আর এবার মুখ্যমন্ত্রীর জনসভা মালদায়। উল্লেখ্য গত লোকসভায় মালদায় ২ টি আসনের মধ্যে ১ টি তে বিজেপি ও অন্যটিতে কংগ্রেস জয়ী হয়। তাই এবার বিধানসভা ভোটে তৃণমূল শিবিরের নজরে রয়েছে মালদা। সেকারণেই আগামী বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মালদায় আসছেন সভা করতে। এবার একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর মালদা সফরসূচি.. আগামী বুধবার দুপুর ১ টা নাগাদ শুরু হবে সভা। আশা কোড়া হচ্ছে ওই ময়দানে লক্ষাধিক কর্মী সমর্থকের জমায়েতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। উল্লেখ্য হেলিকপ্টারে চেপে ডিএসসে ময়দানে পৌঁছাবেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সেদিনের জনসভায় যোগ দেবেন তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু।