বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আজ ৭১ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা রাষ্ট্রপতির, দেশব্যাপী কর্মসূচি বিজেপির

১০:০৬ এএম, সেপ্টেম্বর ১৭, ২০২১

আজ ৭১ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা রাষ্ট্রপতির, দেশব্যাপী কর্মসূচি বিজেপির

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ, শুক্রবার ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি শিবির থেকে দেশব্যাপী পালিত হবে ‘সেবা ও সমর্পণ অভিযান’। উল্লেখ্য, প্রতিবছর এক সপ্তাহের জন্য সেবা দিবসে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয় পদ্মশিবির থেকে। এই বছর তা বাড়িয়ে, টানা ২০ দিনের মেগা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে মাটির প্রদীপ জ্বালানো হয় বারাণসীতে। পাশাপাশি, ৭১ কেজি লাড্ডু এনে তা বিতরণ করা হয়।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

https://twitter.com/rashtrapatibhvn/status/1438681008660832257

শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি টুইটারে লেখেন, ‘তাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব, নিবেদিত সেবা দেশকে সার্বিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাঁর আগামী দিনগুলি সুস্থ ও সুখের হোক।’ নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধীনমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি স্বনির্ভর ভারতের ধারণাকে বাস্তবিত করছেন। ভগবান শ্রী রামের কৃপায় আপনি দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভ করুন। দেশের আজীবন সেবা করার সুযোগ আপনি পেতে থাকুন।’

প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটারে লেখেন, ‘দেশের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

https://twitter.com/AmitShah/status/1438679642265698307

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রিরাও। সেই তালিকায় স্মৃতি ইরানি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রকাশ জাভেরেকর-সহ অনেকেই আছেন।

https://twitter.com/rajnathsingh/status/1438677796503502850 https://twitter.com/nsitharaman/status/1438672269195112454 https://twitter.com/smritiirani/status/1438676504578183168 https://twitter.com/nitin_gadkari/status/1438662903159164931 https://twitter.com/PrakashJavdekar/status/1438676976579997696

বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মোদীর জন্মদিন উপলক্ষে বাংলার রাজ্যপাল রাজভবনে বৃক্ষরোপণ করেন। তিনি বলেন, ‘জলবায়ুর পরিবর্তন গোটা বিশ্বের কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।’

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে একদিনে কমপক্ষে দেড় কোটি মানুষকে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দলের হাইকম্যান্ডের পক্ষ থেকে। শুধু তাই নয়, কুড়ি দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যশিবির, সচেতনতা অভিযান ও রক্তদান শিবিরের আয়োজন, প্রায় ১৪ কোটি গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। যুব মোর্চার কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করছেন। ফসিলি মোর্চার কর্মীরা দরিদ্র ও পিছিয়ে পড়া এলাকায় গিয়ে ফল ও নানা জিনিয় বিতরণ করবে। এছাড়া বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমে গিয়ে ফল বিতরণ করা হবে বলেও জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে ২০ দিনের টানা কর্মসূচি উপলক্ষে এছাড়াও কিষাণ সম্মান দিবসের আয়োজন করে ৭১ জন কৃষক ও ৭১ জন জওয়ানকে সম্মানিত করা হবে। এছাড়া, করোনার সময় যে মহিলারা সেবার কাজে যুক্ত ছিলেন, তেমন ৭১ জন মহিলাকে সম্মান জানাবে মহিলা মোর্চা। পাশাপাশি এদিন মোদীর ২০ বছরের রাজনৈতিক যাত্রার নিয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্রায় ৫ কোটি পোস্ট কার্ড পাঠানো হবে দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে। কয়েকদিন আগেই এ রাজ্যে দিলীপ ঘোষ জানান, ৭১ টি জায়গায় গঙ্গার ঘাট সাফাই, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন-সহ নরেন্দ্র মোদীর অ্যাপের মাধ্যমে মোদীর জন্মদিনের নানান মুহূর্ত দেখানো হবে।

অন্যদিকে, জন্মদিনে মোদীর পাওয়া উপহার ই-নিলামে তুলবে সংস্কৃতিমন্ত্রক। অলিম্পিক্স ও প্যারালিম্পিরক্সে পদকজয়ীদের সরঞ্জাম, অযোধ্যার রাম মন্দিরের ছোট সংস্করনসহ একাধিক উপহার পেয়েছেন মোদী। আর সেই সমস্ত উপহার নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গা প্রকল্পে অনুদান তহবিলে দান করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক।

এদিকে, মোদীর জন্মদিনে জাতীয় বেকারত্ব দিবস পালন করবে যুব কংগ্রেস। দেশজুড়ে একগুচ্ছ পাল্টা কর্মসূচিও পালন করা হবে তাদের পক্ষ থেকে। যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি বলেন, ‘প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। কিন্তু বর্তমানে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদেই এ দিন রাস্তায় নামছে যুব কংগ্রেস।’