বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বড় খবর! দাম কমল কোভিশিল্ড ভ্যাকসিনের! কত দামে মিলবে?

০৮:১৪ পিএম, এপ্রিল ২৮, ২০২১

বড় খবর! দাম কমল কোভিশিল্ড ভ্যাকসিনের! কত দামে মিলবে?

করোনা আতঙ্কে কার্যত জেরবার গোটা দেশ। এই মধ্যে দেশজুড়ে জারি রয়েছে টিকাকরণ প্রক্রিয়া। ছড়িয়ে পড়া করোনার প্রকোপ রুখতে ইতিমধ্যেই প্রায় ২৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের টিকাকরণে মধ্যেই দিন কয়েক আগে কেন্দ্র ঘোষণা করে, ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হবে। অর্থাৎ মে মাসের শুরু থেকেই তৃতীয় পর্যায়ের টিকাকরণে দেশের ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকরা টিকা নিতে পারবেন। সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হবে। বেসরকারি হাসপাতাল অন্য টিকা কেন্দ্র থেকে মূল্য দিয়ে কিনে টিকা নিতে হবে।

এই অবস্থায় ভ্যাকসিনের দাম বেশ চিন্তায় ফেলেছিল মানুষকে। এবার এল সুখবর! দাম কমছে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের। সম্প্রতি ভ্যাকসিনের নতুন দাম ঘোষণা করল Serum Institute of India (SII)। প্রথমে কোভিশিল্ডের একটি ডোজের দাম ছিল ৪০০ টাকা। সেই দাম কমিয়ে এখন করা হয়েছে ৩০০ টাকা। দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই কমল ভ্যাকসিনের দাম। এই মুহূর্তে দেশের হাজার হাজার মানুষের প্রয়োজন শুধু একটাই। তা হল কোভিড ভ্যাকসিন। তাই ভ্যাকসিন যাতে আরও সহজে ও সস্তায় মানুষের কাছে পৌঁছয়, সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে SII।

[caption id="attachment_12480" align="alignnone" width="1000"]বড় খবর! দাম কমল কোভিশিল্ড ভ্যাকসিনের! কত দামে মিলবে? বড় খবর! দাম কমল কোভিশিল্ড ভ্যাকসিনের! কত দামে মিলবে?[/caption]

এই প্রসঙ্গে Serum Institute of India সিইও Adar Poonawalla জানিয়েছেন, "বর্তমানে দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কমানো হল কোভিশিল্ডের দাম। যা আগে ৪০০ টাকায় কিনতে হচ্ছিল, তা এখন পাওয়া যাবে ৩০০ টাকায়। এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা বেচে যাবে।" প্রসঙ্গত, এর আগেও ভ্যাকসিনের দাম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়ার দাবিও উঠেছিল। এখন কোভিশিল্ডের দাম কমায় সব রাজ্যই বেশ স্বস্তিতে।