মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বড় সুখবর! ৪৭৪ প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ কমিশনের

০৫:৩০ পিএম, নভেম্বর ২৪, ২০২১

বড় সুখবর!  ৪৭৪ প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ কমিশনের

বংনিউজ২৪x৭ ডেস্কঃ অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করল রাজ্য। সেই তালিকায় নাম উঠে এসেছে ৪৭৪ জনের। শুন্যপদ রয়েছে ৪৭৮টি। খুব তাড়াতাড়ি এই তালিকায় যাদের নাম এসেছে তাঁদের কাছে নিয়োগপত্র আসবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড। স্বাভাবিকভাবেই খুশির মহল চারিদিক। অবশেষে পরীক্ষার্থীরা তাঁদের লড়ায় এর প্রতিদান পেলেন।

২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাঁর ভিত্তিতে যে সকল পরীক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছিল প্রশিক্ষন দেওয়ার জন্য তাঁদের নিয়োগ করা হবে এই প্রক্রিয়ায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন ৪৭৮টি পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যারা আন্দোলন করেছিলেন তাদের নাম নেই বলে তাঁদের মধ্যে ৩০০ জনের নাম এই তালিকায় রয়েছে। অবশেষে নিয়োগের ডাক এল পরীক্ষার্থীদের।

উল্লেখ্য ২০১৪ সালে টেট উত্তীর্ণ ছাত্র ছাত্রিরা গত অক্টোবরে অনশনের ডাক দেন এবং প্রতিবাদ জানান কেন তাঁদের নিয়োগের ডাক আসছে না। বয়স পেরিয়ে যাচ্ছে তাঁদের। সেই প্রতিবাদের ফল স্বরুপ এই তালিকা প্রকাশিত হল। ফলে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া মহল।