শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

'আত্মনির্ভর ভারত'! এবার দেশীয় প্রযুক্তি দ্বারা নির্মিত যুদ্ধ ট্যাঙ্ক ভারতীয় সেনাদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

০১:৫৭ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

'আত্মনির্ভর ভারত'! এবার দেশীয় প্রযুক্তি দ্বারা নির্মিত যুদ্ধ ট্যাঙ্ক ভারতীয় সেনাদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বংনিউজ২৪x৭ ডেস্কঃ তেজস যুদ্ধবিমানের পর এবার 'আত্মনির্ভর ভারত' আরও এক বড় পদক্ষেপ গ্রহণ করলো। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে অত্যাধুনিক অর্জুন ট্যাংক (Arjun Mark1A)। জানা গেছে আজ রবিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাপ্রধান এমএম নারাভানের হাতে ভারতের নতুন সংস্করণ ১১৮ টি অর্জুন 'মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)' তুলে দেন। প্রসঙ্গত ভারতীয় সেনাদের জন্য দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরি করেছেন অর্জুন 'মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)'। এই যুদ্ধ ট্যাঙ্কটি হল একটি আর্মার্ড ভেহিকল। অন্যদিকে ডিআরডিও চেয়ারপার্সন তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সচিব সতীশ রেড্ডি জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ ট্যাঙ্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যুদ্ধ ট্যাঙ্ক সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করার বার্তা দিয়েছে। এভাবেই প্রতিরক্ষার দিক থেকেও দেশ আত্মনির্ভর হয়ে উঠবে। উল্লেখ্য এই যুদ্ধ ট্যাঙ্ক অত্যাধুনিক সকল অস্ত্রে সজ্জিত। এই যুদ্ধ ট্যাঙ্ক এর অস্ত্রবহনের ক্ষমতা বেশি এবং দ্রুতগতি সম্পন্ন। অন্যদিকে ডিআরডিও মারফৎ জানা গেছে, ১১৮ টি যুদ্ধ ট্যাঙ্ক তুলে দেওয়া হল ভারতীয় সেনাদের হাতে। যার মুল্য প্রায় ৮৫০০ কোটি টাকা।