শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী! ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী

০৮:৫৩ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০২১

ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী! ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী
বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের আগে জেতার সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি। এবারের নির্বাচনে তাঁদের লক্ষ্য একটাই, বাংলায় বিজেপির শাসনক্ষমতা প্রতিষ্ঠা করা। তাই কোনও ফাঁক রাখতে রাজি নয় বিজেপি। তাই ঘন ঘন রাজ্য সফরে আসছেন কেন্দ্রের শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই যেমন আগামী ২২ ফেব্রুয়ারি আবারও রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মাসের মধ্যে এই নিয়ে তিনবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সরকারি কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি, হুগলির চুঁচুড়ায় জনসভা করতে পারেন তিনি। বিজেপি সূত্রে প্রধানমন্ত্রী এবারের সফর নিয়ে জানা যাচ্ছে, এবার রাজ্যে এসে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন তিনি৷ উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নেতাজি ভাষসুচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। এরপর ফের ৭ ফেব্রুয়ারি ফের বঙ্গ সফরে আসেন তিনি। আর চলতি মাসের ২২ ফেব্রুয়ারি রাজ্যে এলে এই নিয়ে তিনবার আসা হবে। অন্যদিকে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে আরও অনেকবার রাজ্যে আসবেন, সেকথা আগেই জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ। গত বৃহস্পতিবারই রাজ্যে এসেছিলেন তিনি। সূত্রের খবর, চলতি মাসে ফের তিনি বঙ্গে আসছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে পরিবর্তন রথযাত্রার উদ্বোধন হবে তাঁর হাত দিয়েই। মূলত ভোটের আগে জনসংযোগ আরও সুদৃঢ় করতে চারটি পরিবর্তনের রথযাত্রার সূচনা করা হয়েছে। কাকদ্বীপ শুরু হবে পঞ্চম রথযাত্রার। সব মিলিয়ে নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি।