শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অভিনব প্রতিবাদ! কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

১২:৫৯ পিএম, জুলাই ২৬, ২০২১

অভিনব প্রতিবাদ! কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেখতে দেখতে আটমাস পেরিয়ে গেছে। কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় এখনও দেশব্যাপী প্রতিবাদ চলছে। তবে, এই আইন বাতিলের ব্যাপারে অনড় কেন্দ্র সরকারও।

এদিকে এই পরিস্থিতিতে শুরু হয়ে গেছে বাদল অধিবেশন। সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদী কৃষকরা। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে অভিনব এবং নজিরবিহীন প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন তিনি। কেন্দ্রকে নিশানা করে, তিনি বলেন যে, ‘তিন কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন কৃষক বিরোধী।’

https://twitter.com/ANI/status/1419530028547645442 https://twitter.com/INCIndia/status/1419536710619189260

এদিন ট্রাক্টর চালিয়ে, তিনি বিজয়চক দিয়ে সংসদে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন পাঞ্জাব, হরিয়ানার কংগ্রেসের সমস্ত সাংসদরাই। রাহুল গান্ধী অভিযোগের সুরে এদিন বলেন যে, ‘কৃষকদের কথা আমি সংসদে তুলে ধরছি। এই সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে, সংসদে কোনও আলোচনা করতে দিচ্ছে না। এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের সকলেই জানে, এতে দেশের দুই-তিনজন শিল্পপতিই লাভবান হবেন।’

https://twitter.com/INCIndia/status/1419534557259341824

উল্লেখ্য, কৃষি আইন বাতিলের দাবিতে যে, এবার সংসদ উত্তাল হবে, তা অধিবেশন শুরুর আগেই সর্বদল বৈঠকে স্পষ্ট করে দিয়েছিল কংগ্রেস। আর তাই এর আগে গত সপ্তাহেও দু’দুবার এই আইনের প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভও প্রদর্শন করেছেন তাঁরা। যার জেরে একাধিকবার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হয়েছেন লোকসভা স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। আজ সপ্তাহের প্রথম দিনেও সেই প্রতিবাদ বিক্ষোভের আঁচ বজায় রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।