বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ ফের শোকের ছায়া বলিউডে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে বয়স ছিল ৫৮ বছর। এত কম বয়সেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন জনপ্রিয় এই অভিনেতা। কাপুর পরিবারে ফের শোকের ছায়া। রাজীব হলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোটো ভাই। ২০২০ সালেই বিদায় নেন ঋষি কাপুর তার শোক কাটতে না কাটতেই চিরতরে বিদায় নিলেন রাজীব কাপুর।
বলিউডের অন্যতম সুনাম ধন্য অভিনেতা রাজীব কাপুর। তার অভিনীত ‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমা আজও চর্চিত। উল্লেখ্য রাজীব কাপুর অভিনীত প্রথম সিনেমা ‘এক জান হ্যায় হাম’। ১৯৮৩ সালে তার পদার্পণ বলিউডে তারপর ‘হম তো চলে পরদেশ’, ‘জমিনদার’ প্রমুখ একাধিক হিট ছবি দর্শকদের উপহার দেন তিনি। আজ সকলে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা।
তার প্রয়ানে শোকস্তব্ধ কাপুর পরিবার। সিনেমা সমালোচক কমল নাথ নিজের টুইটার হ্যান্ডেলে এই সংবাদ প্রকাশ করেন। তিনি লেখেন “ খুবই দুঃখের সংবাদ। হৃদযন্ত্র বিকল হয়ে প্রয়াত রাজীব কাপুর।“
Very sad news. Rajiv (Chimpu) Kapoor passes away following heart attack.
— Komal Nahta (@KomalNahta) February 9, 2021