বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুস্তির আকাশে নতুন সূর্য! অলিম্পিক্সে ভারতের হয়ে রুপো জয় রবি দাহিয়ার

০৫:২৩ পিএম, আগস্ট ৫, ২০২১

কুস্তির আকাশে নতুন সূর্য! অলিম্পিক্সে ভারতের হয়ে রুপো জয় রবি দাহিয়ার

ফাইনালে স্বপ্নভঙ্গ! সোনা জয়ের স্বপ্ন আর পূরণ হল না। অলিম্পিক্স ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নের কাছে হার স্বীকার করলেন ভারতের রবি কুমার দাহিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে ৪-৭ হেরে রুপো জিতলেন তিনি। সোনা পেলেন রাশিয়ার জভুর উগুয়েভ।

এদিন শুরুতেই রবির বিরুদ্ধে বাউটের প্রথম পয়েন্ট ছিনিয়ে নেন জভুর। ২-০ লিড নেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই ২-২ পয়েন্টের সমতায় ফেরেন রবি। ফার্স্ট পিরিয়ড শেষে ফের ৪-২ পয়েন্টে পিছিয়ে যায় ভারতীয় কুস্তিগীর। সেকেন্ড পিরিয়ডে আরও ৩ পয়েন্ট পেয়ে যান রুশ প্রতিপক্ষ। রবির খাতায় আরও ২ পয়েন্ট যোগ হলেও শেষপর্যন্ত ৭-৪ পয়েন্টে জিতে ম্যাচ পকেটে পোরেন জভুর। ফাইনালে হেরে তাই রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় রবিকে।

https://twitter.com/IndiaSports/status/1423242438370463753?s=20

যদিও রবির জন্য গর্বিত সারা দেশবাসীই। সোনা অধরা থাকলেও হাতের মুঠোয় এসেছে রুপো। ভারতের হয়ে ডবল পদকজয়ী সুশীল কুমারের পর রবিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্স কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন। সেমিফাইনালে কাজখিস্তানের প্রতিদ্বন্দ্বী নুরিস্লাম সানায়েবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন রবি। জেতার মরিয়া চেষ্টায় কাজাখিস্তানের প্রতিপক্ষ দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে। দীর্ঘক্ষণ ধরে তাঁর হাত কামড়ে ধরে রাখেন প্রতিপক্ষ নুরিস্লাম। তবুও একচুল লড়াই ছাড়েননি রবি। ওই অবস্থাতেই প্রতিপক্ষকে ধরাশয়ী করে কাঙ্ক্ষিত জয় হাসিল করে ফাইনালে পৌঁছে যান তিনি। আর ফাইনালে রুপো জয়ে ভারতীয় কুস্তির আকাশে যেন নতুন সূর্য উদিত হল!