শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেস্ট ক্রিকেটে দুরন্ত নজির অশ্বিনের! হরভজনকে টপকে হলেন ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

০৩:৩০ পিএম, নভেম্বর ২৯, ২০২১

টেস্ট ক্রিকেটে দুরন্ত নজির অশ্বিনের! হরভজনকে টপকে হলেন ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

কানপুর টেস্টের পঞ্চম তথা শেষ দিনে মাঠে নেমেই অনন্য নজির গড়লেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এদিন টম লাথামের উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। নিজের ৮০ তম টেস্টে ৪১৮টি উইকেট নিয়ে তিনি পিছনে ফেললেন হরভজন সিংকে৷ অশ্বিনের সামনে এখন শুধু কপিল দেব এবং অনিল কুম্বলে।

গতকাল, টেস্টের চতুর্থ দিনেই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কিউয়ি ব্যাটার উইল ইয়ংকে আউট করে হরভজনকে ছুঁয়ে ফেলেন অশ্বিন। এদিন ৪১৭ উইকেটের মালিক হন অশ্বিন। টেস্টে ভাজ্জিও ১০৩টি টেস্টে ৪১৭টি উইকেট নিয়েছেন। তবে সোমবারই টম লাথামকে আউট করে হরভজনকে পেরিয়ে যান অশ্বিন।

আপাতত টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬১৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। তাঁর দখলে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট। অর্থাৎ তাঁদের রেকর্ড ভাঙতে অশ্বিনকে আরও দু-তিনটি টেস্টের অপেক্ষা করতে হবে।

একনজরে ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারীর তালিকা- ১. অনিল কুম্বলে: ৬১৯ উইকেট ২. কপিল দেব: ৪৩৪ উইকেট ৩. রবিচন্দ্রন অশ্বিন: ৪১৮ উইকেট ৪. হরভজন সিং: ৪১৭ উইকেট ৫. ইশান্ত শর্মা: ৩১১ উইকেট ৬. জাহির খান: ৩১১ উইকেট

https://twitter.com/BCCI/status/1465238186372714503?t=XUYadcfqUevtSwuYFGV_oQ&s=19