বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

করোনায় স্থগিত আইপিএল! মুম্বই ফিরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামলেন বিরাট

১১:৩৪ এএম, মে ৬, ২০২১

করোনায় স্থগিত আইপিএল! মুম্বই ফিরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামলেন বিরাট

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশব্যাপী করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় এবং আইপিএল চলাকালীন বহু ক্রিকেটার সংক্রমিত হওয়ার কারণে শেষপর্যন্ত স্থগিত রাখা হয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে দেশে ফিরেই এক অন্য যুদ্ধে মাঠে নামলেন আরসিবি (RCB) ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রতিপক্ষ যে সে কেউ নয়, খোদ করোনা ভাইরাস। তাই লড়াইটা বেশ কঠিন।

হ্যাঁ, এবার মুম্বইয়ে ফিরে দেশের করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে মাঠে নামলেন ভারত অধিনায়ক। তিনি করোনা রিলিফ কার্যে নেমে পড়েছেন ইতিমধ্যেই। কোহলি যুব সেনা-র সঙ্গে যোগাযোগ করে রাহুল কানালে-র সঙ্গে কাজ শুরু করেছেন৷ অনুষ্কা শর্মা আগেই জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী করোনার মোকাবিলায় যুদ্ধে নামবেন৷ আর মুম্বইয়ে ফিরেই স্ত্রী-র কথামতোই কাজে নেমে পড়লেন বিরাট কোহলি৷

তাই ভারত অধিনায়ক বিরাটের কাজের প্রশংসা করে, ছবি শেয়ার করেছেন রাহুল কানাল। তিনি সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি সজেয়ার করে লিখেছেন যে, ‘আমাদের অধিনায়কের সঙ্গে দেখা হল…শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি কোভিড ত্রাণের কাজ শুরু করলেন। তাঁর এই প্রচেষ্টার জন্য শ্রদ্ধা এবং প্রার্থনা।'

https://twitter.com/Iamrahulkanal/status/1389926284348645385

উল্লেখ্য, ছবিতে ভারত অধিনায়ককে যে শার্টটি পরতে দেখা গেছে, সেখানে সামাজিক দুরত্ববিধি নিয়ে বিশেষ বার্তা দেওয়া ছিল। উল্লেখ্য, এবারের আইপিএল-এ দুর্দান্ত ফর্মে ছিল বিরাটের টিম। তাঁরা এ পর্যন্ত একটি মাত্র ম্যাচ হেরেছিলেন। কিন্তু করোনার প্রকোপে শেষপর্যন্ত টুর্নামেন্ট মাঝপথেই থেমে গেল৷

আইপিএল ২০২১-এ প্রথম করোন সংক্রমিত প্লেয়ার হন কেকেআরের (KKR)-র বরুণ চক্রবর্তী। তাঁর সতীর্থ সন্দীপ ওয়ারিয়রও করোনা সংক্রমিত হন৷ এরপর সানরাইজার্স হায়দরাবাদ থেকে ঋদ্ধিমান ও দিল্লির অমিত মিশ্র৷ একাধিক দলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইপিএল আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷ তাই বাইশ গজের লড়াই থেকে অব্যহতি পেয়েই, সময় নষ্ট না করে, মানুষের পাশে দাঁড়াতে, ঘরে ফিরেই বিরাট কোহলি করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার কাজে নেমে গেলেন।