
গত বৃহস্পতিবার, গভীর রাতে মঙ্গলের মাটিতে পা রেখেছে নাসার মঙ্গল যান, ‘পারসিভিয়ারেন্স রোভার’। তবে মঙ্গলে অবতরণের আগেত সাতটা মিনিট কেটেছিল গভীর আতঙ্কে। কারণ, শেষ মুহূর্তের গতিকে নিয়ন্ত্রণ করারই ছিল সঙ্গে সবচেয়ে কঠিন কাজ। নাহলেই ল্যান্ডিং তো দূর, আছড়ে পড়বে মহাকাশযানটি। ফলে ল্যান্ডিংয়ের মুহূর্তে সবাই উদ্বেগ নিয়ে গভীর আগ্রহে মনোনিবেশ করেছিলেন যানটির দিকেই।
অবশেষে সব বাধা-বিপত্তি কাটিয়েই সফল ভাবে মঙ্গলের মাটিতে নামে ‘পারসিভিয়ারেন্স রোভার’। সম্প্রতি নাসা(NASA)র তরফ থেকে ল্যান্ডিংয়ের সেই ভিডিওটিই প্রকাশ করা হল। ভিডিওটির শুরু, মঙ্গলের বায়ুমন্ডলে প্রবেশের মুহূর্ত থেকেই। ঘণ্টায় প্রায় সাড়ে ১২ হাজার মাইল গতিতে নামতে থাকে রোভারটি। মঙ্গলের বায়ুমন্ডলে ঢোকার পরই ছোট্ট সিলিন্ডার থেকে বেড়িয়ে আসে বিশালাকার প্যারাসুট। তার সঙ্গেই চলে গতি কমানোর প্রচেষ্টা।
এরপরই আতঙ্ক বাড়তে শুরু করে। কারণ, গতি নিয়ন্ত্রণ নাহলে ভেঙে টুকরো হয়ে যাবে রোভারটি। আছড়ে পড়বে লাল গ্রহের বুকে। এরপর ধীরে ধীরে মঙ্গলপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার উচ্চতায় গতি গিয়ে পৌঁছয় সেকেন্ডে ৩ মিটার। এরপরই দেখা যায় মঙ্গলের মাটি। গতির সঙ্গে তীব্র হাওয়ায় ধুলো উড়ছে সেখান থেকে। যেন ধুলোর ঝড়। রোভারের সঙ্গে থাকা মাইক্রোফোনের মাধ্যমে শোনা যায় সে আওয়াজও। এরপরই মঙ্গলের মাটিতে সফল ভাবে পা রাখে রোভারটি। সংকেত পাঠিয়ে জানানও দেয় তা।
দেখুন ভিডিওটি…
Landing on Mars is a rush of tension, drama, and noise. Then, when the dust clears: tranquility and grandeur.#CountdownToMars
Explore in 3D in the YouTube app: https://t.co/iz9YIvEsvy
More images: https://t.co/Ex1QDo3eC2 pic.twitter.com/cj7NOpGysR— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021