বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পুজো স্পেশাল রেসিপি শাহি মটন কোর্মা

০৯:০৯ এএম, অক্টোবর ১১, ২০২১

পুজো স্পেশাল রেসিপি শাহি মটন কোর্মা
এবার বাড়িতেই বানিয়ে ফেলুন পুজো স্পেশাল রেসিপি শাহি মটন কোর্মা। দেখে নিন বানানোর পদ্ধতি- প্রয়োজনীয় উপকরণ: মটন (৭০০ গ্রাম), টক দই (১ কাপ), পেঁয়াজ বাটা (২কাপ), কাজু বাটা (১৫টি), আদা বাটা (১ টেবিল চামচ), রসুন বাটা (১ টেবিল চামচ), কাঁচালঙ্কা বাটা (২ টেবিল চামচ), হলুদ গুঁড়ো (১ টেবিল চামচ), লঙ্কার গুঁড়ো (১ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (১ টেবিল চামচ), জিরে গুঁড়ো (১ টেবিল চামচ), ধনে গুঁড়ো (১ টেবিল চামচ), জায়ফল-জয়িত্রী গুঁড়ো (১ টেবিল চামচ), ছোট এলাচ (২টি), বড় এলাচ (১ টি), দারচিনি (১ টি), তেজপাতা (১টি), লবঙ্গ (৩ টি), গোটা গোলমরিচ (৪-৫টি), নুন (স্বাদমতো), চিনি (১/২ চা চামচ), সাদা তেল (পরিমাণ মতো) নিয়ে নেবেন। প্রস্তুত প্রণালী : রান্না আগে মটন ভালো করে ধুয়ে নুন,লঙ্কা গুঁড়ো, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিন সারা রাত ফ্রিজে। এবার সকালে উঠে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে বেশ কিছুক্ষণ রেখে দিন। কড়াইতে সাদা তেল দিয়ে তাতে শাহ জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিন। তারপর তাতে পেঁয়াজবাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। পেঁয়াজে হালকা বাদামি রং এলে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন। ভালো করে কষিয়ে ম্যারিনেট করা মটন দিন। এবার পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালোভাবেকষাতে থাকুন। কষা হয়ে এলে মটন থেকে তেল ছাড়তে শুরু করলে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষন কষানোর পর পর জয়িত্রী-জায়ফল গুঁড়ো আর কাজুবাটা দিয়ে নেড়েচেড়ে নিন। এবার প্রেসার কুকারে কষানো মটন দিয়ে ১ কাপ জল দিন (প্রয়োজন অনুযায়ী জল বাড়াতে বা কমাতে পারেন)। ৫-৬টি সিঁটি পড়লে নামিয়ে নিন। সাদা ভাত, পোলাও বা নান সবকিছুর সঙ্গেই ভালো যাবে মটন শাহি কোর্মা। গরম গরম পরিবেশন করুন।