শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সুখবর! রাজ্যের খাদ্য দফতরে কর্মী নিয়োগ, দিতে হবে না লিখিত পরীক্ষা

০৬:৪৩ পিএম, নভেম্বর ১২, ২০২১

সুখবর! রাজ্যের খাদ্য দফতরে কর্মী নিয়োগ, দিতে হবে না লিখিত পরীক্ষা

পড়াশোনা শেষ করার পর সকলের ইচ্ছে থাকে চাকরি করার। আর সেই চাকরি যদি হয় সরকারি তাহলে তো আর কোনও কথায় নেই। তবে গত দুবছর ধরে করোনার প্রকোপে চাকরির পরীক্ষা হয় না বললেই চলে। তবে সম্প্রতি সুখবর দিল খাদ্য দফতর। রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে পুনরায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ করা হবে কর্মী।

তবে এই পরীক্ষায় কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীদের। শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে দেওয়া হবে এই কাজের সুযোগ। রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে ৩২। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স নিয়ে সার্টিফিকেট থাকতে  হবে।

পাশাপাশি যারা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন আর দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন কোর্স সার্টিফিকেট লাগবে না। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১। আবেদন করার জন্য মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।