শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রথম দফার নির্বাচনের ৭ টি কেন্দ্রে তিনের অধিক প্রার্থীর নামে ফৌজদারি মামলা, জারি লাল সর্তকতা

০৯:৫৯ পিএম, মার্চ ১৯, ২০২১

প্রথম দফার নির্বাচনের ৭ টি কেন্দ্রে তিনের অধিক প্রার্থীর নামে ফৌজদারি মামলা, জারি লাল সর্তকতা

মার্চের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে একুশের বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ রাজ্য প্রথম দফায় নির্বাচন হবে ৩০ টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে সাতটি কেন্দ্রকে লাল সর্তকতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ঝারগ্রাম, গোপীবল্লভপুর, পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, এগরা, রামনগর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং শালবনি এই সাত কেন্দ্রে লাল সর্তকতা জারি করা হয়েছে। এই ৭ বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর রাখার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, কোন কেন্দ্রে তিন বা তার চেয়ে বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে সেই কেন্দ্রকে 'লাল সর্তকতা' কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রথম দফার ভোটে যে তিনটি আসনে ভোট করা হচ্ছে তার মধ্যে এই সাতটি কেন্দ্র তিন বা তার চেয়ে বেশি প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে। সে কারণেই এই সাতটি কেন্দ্রে লাল সর্তকতা জারি করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রগুলিতে ভোটের সময় বাড়তি নজর দেওয়ার পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে সেখানকার প্রশাসনকেও।