বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

CDS জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে মানুষের ভিড়! রইল ভিডিও

০৪:৩০ পিএম, ডিসেম্বর ১০, ২০২১

CDS জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে মানুষের ভিড়! রইল ভিডিও

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চোখের জলে, শেষ বিদায় জানাল দেশ। বুধবার বুধবার সকালে ১০৯ হেলিকপ্টার ইউনিটের কমান্ডিং অফিসার উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান Mi-17v5-এ সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্যান্যদের নিয়ে মিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের সেনা কলেজে যাচ্ছিলেন।

ওই চপারে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন নিরাপত্তারক্ষী ও অন্য সেনা আধিকারিক, ক্রু মেম্বার-সহ মোট ১৪ জন। কিন্তু কাত্তেরি গ্রামের কাছে জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ কপ্টার দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী-সহ মত ১৩ জনের। তবে, এই এই দুর্ঘটনায় বেঁচে থাকা একমাত্র সেনাকর্মী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৪৫ শতাংশ দুর্ঘটনায় পুড়ে গেছে বলে জানা গেছে।

https://twitter.com/ANI/status/1469234053144408064

বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছয়। শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্যে দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য। এদিন পালাম বিমানবন্দরে জেনারেলকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

https://twitter.com/AmitShah/status/1469176178334322690 https://twitter.com/rajnathsingh/status/1468977859913912326 https://twitter.com/ArvindKejriwal/status/1469202759517753347 https://twitter.com/ANI/status/1469181650042978306

দেশের প্রথম সিডিএস-কে তাঁর কামরাজ মার্গের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি, কংগ্রেস নেতা রাহুল গাঁধী থেকে অসংখ্য সাধারণ মানুষ। শেষ শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদরাও। প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি এদিন শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কৃষক নেতা তথা ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।

https://twitter.com/ANI/status/1469209246604488709

তারপর জেনারেলের দেহ নিয়ে কামরাজ মার্গের বাসভবন থেকে ব্রার স্কোয়ারের উদ্দেশে রওনা দেয় শববাহী শকট। সেখানেও রাজপথের রাস্তায় সঙ্গী হন বহু মানুষ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। আজ বিকেল ৪টেয় ব্রার স্কোয়ারে সস্ত্রীক বিপিন রাওয়তের অন্তেষ্টি সম্পন্ন হবে।