মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

পাকা আম ফেরাবে ত্বকের উজ্জ্বলতা, জেনে নিন বিস্তারিত

১১:২৯ পিএম, জুন ৭, ২০২১

পাকা আম ফেরাবে ত্বকের উজ্জ্বলতা, জেনে নিন বিস্তারিত

চাইলে কিন্তু খাওয়ার পাশাপাশি পাকা আম মুখেও মাখতে পারেন। এর ফলে লাভবান হবেন আপনিই। কারণ পাকা আমের গুণাগুণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে।

ওটমিল ও আমের ফেসপ্যাক: এই ফেস প্যাকটি ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে সহজেই। ওটমিল ও আম ত্বকের প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। এজন্য পাকা আম চটকে দুধের সঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে ওটমিলের গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করুন ১৫ মিনিট। এরপর স্ক্রাবিং করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। মহূর্তেই ত্বকে উজ্জ্বলতা ধরা দেবে।

আম ও মধুর ফেস প্যাক: এই ফেসপ্যাকটি আপনার ত্বককে মসৃণ এবং টোনড রাখতে সহায়তা করবে। যাদের ত্বক ব্রণ প্রবণ তাদের জন্য এই ফেসপ্যাকটি বিশেষ কার্যকরী হয়। কারণ এতে অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের জন্য উপকারী উপাদান। এজন্য প্রথমে পাকা আম চটকে এর সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এরপর মুখ পরিষ্কার করে ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট ত্বকে রেখে এরপর ধুয়ে ফেলুন। ব্যাস সমস্যা সমাধান।