শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সাংবাদিকের এই প্রশ্নে স্যালুট ঠুকে কুর্নিশ রোহিত শর্মার! কিন্তু কেন? দেখুন ভিডিও

০২:৩৭ পিএম, আগস্ট ১৪, ২০২১

সাংবাদিকের এই প্রশ্নে স্যালুট ঠুকে কুর্নিশ রোহিত শর্মার! কিন্তু কেন? দেখুন ভিডিও

চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। গত বৃহস্পতিবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে লর্ডসে। আর প্রথম দিনেই মাঠ মাতিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট। ওপেন করতে নেমে রোহিত শর্মা খেললেন ৮৩ রানের এক অনবদ্য ইনিংস। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও তাঁর ইনিংসে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

শুধু মাঠ দুর্দান্ত ইনিংস খেলাই নয়, দিনের শেষে এদিন সাংবাদিক বৈঠকও মাতিয়ে রাখলেন 'হিটম্যান' রোহিত শর্মা। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত৷ সেখানে এক সাংবাদিকদের প্রশ্নে তাঁকে দেখা গেল স্যালুট জানাতে৷ ঘটনাটি কী?

আসলে ওই বৈঠকে এক সাংবাদিক হিটম্যানকে প্রশ্ন করেছিলেন, আসন্ন ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন ভারত লর্ডস টেস্ট জিততে পারবে কি? যদি তা পারে তাহলে ওই দিন দেশবাসী আনন্দ উদযাপনের আরেকটি কারণ পাবেন। তা শুনেই রোহিত স্যালুট ঠুকে সাংবাদিককে কুর্নিশ জানান। তাঁর বক্তব্য, "এমনটা যদি ঘটে তাহলে সত্যিই দারুণ ব্যাপার হবে।"

https://twitter.com/CricSubhayan/status/1425980527568310274?s=20

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথমদিনই লর্ডসের দর্শক দেখলেন রোহিত ও রাহুলের ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ। ১০ নম্বর ভারতীয় ওপেনিং জুটি হিসেবে লর্ডসে শতরান করলেন রাহুল-রোহিত। এছাড়াও ১৯৫২ সালের পর এই প্রথম 'হোম অফ ক্রিকেট'-এ ভারতীয় ওপেনিং জুটি সেঞ্চুরির পার্টনারশিপ করল। এর ৬৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের যুগলবন্দীর নজির ছিল বিনু মানকড় ও পঙ্কজ রায়ের। ১৯৫২ সালে সেবার বিনু-পঙ্কজের ব্যাটে এসেছিল ১৯৬ রান।