মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

করোনার দ্বিতীয় ধাক্কায় দেশ জর্জরিত হওয়ার জন্য সরকারের উদাসীনতা দায়ী! বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের

১০:১২ পিএম, মে ১৫, ২০২১

করোনার দ্বিতীয় ধাক্কায় দেশ জর্জরিত হওয়ার জন্য সরকারের উদাসীনতা দায়ী! বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। আর এই পরিস্থিতির জন্য এবার দেশের মানুষের পাশাপাশি কেন্দ্র সরকারের উদাসীনতাকেও দায়ী করলেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত।

এতদিন করোনা প্রসঙ্গে বিরোধীরা কেন্দ্র সরকারের সমালোচনায় সরব ছিল। এবার সেই পথে হাঁটলেন খোদ মোহন ভাগবত। তাঁর মুখেও করোনা নিয়ে কেন্দ্রের সমালোচনা শোনা গেল। তিনি পরিষ্কার জানিয়েছেন যে, করোনার প্রথম ঢেউ সামলে নেওয়ার পর, দেশের সাধারণ মানুষের পাশাপাশি সরকারও গা-ছাড়া মনোভাব দেখিয়েছে। আর সেই জন্যই করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ১১ মে থেকে আরএসএস-এর পক্ষ থেকে ‘পজিটিভিটি আনলিমিটেড’ নামের একটি সিরিজ চালানো হচ্ছে। যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধর্মগুরু এবং সাফল্যের শীর্ষ থাকা মানুষেরা কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ এবং ইতিবাচক থাকার পাঠ দিচ্ছেন। সেই সিরিজের অংশ হিসেবেই আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

মোহন ভাগবত এদিন বলেছেন যে, ‘আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, তার কারণ চিকিৎসকদের সতর্কবার্তা সত্ত্বেও সরকার, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে উদাসীন হয়ে গিয়েছিলেন৷’ তিনি বলেন যে, ‘এখন বলা হচ্ছে করোনার তৃতীয় ঢেউ আসবে তাহলে আমরা এখন কী করব? ভয় পাবো, নাকি সঠিক মানসিকতা দেখিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার চেষ্টা করব?’ ইতিবাচক বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘জীবন-মৃত্যুর চক্র চলতেই থাকবে৷ কিন্তু তাতে আমাদের ভয় পেলে চলবে না৷ বর্তমানের এই পরিস্থিতিই ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করবে৷ সাফল্যও যেমন চূড়ান্ত নয়, ব্যর্থতাও একইভাবে ভয়ঙ্কর নয়৷ এগিয়ে যাওয়ার সাহসই হল আসল৷’

আরএসএস প্রধানের পরামর্শ, এখন থেকেই গোটা দেশের মনোযোগ ভবিষ্যতের জন্য তৈরি থাকার দিকে ঘোরাতে হবে। পাশাপাশি বর্তমান অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকেও প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের জন্য। মোহন ভাগবত দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে যে বাধাগুলি রয়েছে, সেগুলিকে দূরে করে এবং বর্তমান ভুল থেকে শিক্ষা নিয়ে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দেশের মানুষকে লড়াই করার জন্য উৎসাহিত করেন আরএসএস প্রধান। তিনি এও বলেন যে, ‘করোনা মানব সভ্যতার জন্য বিপদ। আর ভারতকে এই লড়াইয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। একে অপরের দোষগুণ দেখা বন্ধ করুন। চলুন একসঙ্গে কাজ করি।’

https://twitter.com/ANI/status/1393527699394613251

আরএসএস-এর কোভিড রেসপন্স টিম-এর উদ্যোগে গত ১১ মে থেকেই এই বিশেষ বক্তৃতার সিরিজ শুরু হয়েছে৷ এই সিরিজে আজিম প্রেমজি, আধ্যাত্মিক গুরু জাগ্গি বাসুদেব সহ অনেকেই অনলাইনে তাঁদের মূল্যবান বক্তব্য রেখেছেন৷

প্রসঙ্গত উল্লেখ্য, নেচারের মতো বিশ্ব-বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ইতিমধ্যেই করোনা প্রসঙ্গে কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পরোক্ষভাবে কেন্দ্রকেই ভারতের বর্তমান করোনা পরিস্থিতির জন্য দায়ী করেছে। ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য WHO বড়বড় রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশগুলিকেই দায়ী করেছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও করোনা নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেছে। সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু এবার যেভাবে বিজেপির মতাদর্শের আদি পীঠস্থান আরএসএস করোনা প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করেছে, তা একেবারে নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহালমহল।