বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কেমো’র পর এবার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার হতে চলেছে ঐন্দ্রিলার! সোশ্যাল মিডিয়ায় জানালেন সব্যসাচী

১২:০৬ পিএম, মে ২৭, ২০২১

কেমো’র পর এবার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার হতে চলেছে ঐন্দ্রিলার! সোশ্যাল মিডিয়ায় জানালেন সব্যসাচী

বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আমাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রিয় গায়ক, মডেল, খেলোয়ার সহ বিনোদন জগতের সাথে যুক্ত সকলের নানা খবর মুহূর্তে পেয়ে থাকি। বিনোদন জগতের তারকারা সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সোশ্যাল মিডিয়ার অন্যতম ক্ষেত্র হিসেবে ইন্সটাগ্রাম, ফেসবুক, ট্যুইটার এর মাধ্যমে তারা তাদের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন। ভক্তদের কাছে নিজেদের নানা ছবি, ভিডিও আপলোড করে তাদের সব আপডেট দিয়ে থাকেন তাঁরা। আর এই অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছে জিয়নকাঠি খ্যাত ঐন্দ্রিলা শর্মা। ও বামাক্ষ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী। বর্তমানে মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। একথা আমরা আগেই সোশ্যাল মিডিয়া দ্বারা পেয়েছি।

আর জীবনের এই কঠিন সময়ে ঐন্দ্রিলা পাশে পেয়েছেন পর্দার ‘বামা’ তথা তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। উল্লেখ্য একাদশ শ্রেণীতে পড়ার সময় ঐন্দ্রিলার শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল। তবে সে যুদ্ধে জয়ী হয়েছিলেন। আর তারপর তাঁকে অভিনয়ের জগতে দেখা যায়। তবে ভাগ্যের ফেরে আবারও বাসা বাঁধল সেই রোগ। এবার তাঁর বাম ফুসফুসে ক্যান্সার ধরা পরে। তারপর দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলে। তিনি দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকেন। আর সেসময় পাশে পেয়েছেন তাঁর কাছের বন্ধু সব্যসাচী কে। খুব যত্নের সাথে খাবার সাজিয়ে দিচ্ছেন প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা কে এমনটাও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এই দুঃসময়েও সব্যসাচী সঙ্গ দিয়ে চলেছে ঐন্দ্রিলা কে। সত্যি ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, একথা সব্যসাচী ও ঐন্দ্রিলা কে না দেখলে বোঝা যেত না। সম্প্রতি সব্যসাচী একটি পোস্ট করেছেন, দেখুন পোস্ট টি..

https://www.facebook.com/sabyasachi.chowdhury.94/posts/4293087317382125

বর্তমানে ঐন্দ্রিলার ৪ টি কেমো নেওয়া শেষ হয়েছে। এবার তাঁর ঝুঁকিপূর্ণ অস্ত্রপচার হতে চলেছে। আর সে কথায় সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেতা সব্যসাচী। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, “ গত কয়েক মাসে অজস্র মানুষ আমার কাছে জানতে চেয়েছে ঐন্দ্রিলার কথা, ওর অনুমতি নিয়ে তাদের জন্যে লিখলাম। ১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি পারলে একবার স্কেল দিয়ে মেপে দেখো। এই মাপের একটা মাংসপিন্ড পাঁজরের ভেতর নিয়ে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে, রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে। পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি।“

তিনি লেখেন, “গত চার মাস কেমোথেরাপি চলার পর টিউমারটা প্রায় অর্ধেক আয়তনে নেমে এসেছে। ওষুধ এবং খাদ্যের নিয়মানুবর্তিতা আর ওর শৃঙ্খলাবোধ থেকেই তা সম্ভবপর হয়েছে। এই সপ্তাহে ওর সার্জারি হবে এবং ডাক্তারের কথায় তা যথেষ্ট ক্রিটিক্যাল। আজ অবধি আমি ওকে অবসাদে ভুগতে দেখিনি, দাঁতে দাঁত চিপে সব কষ্ট সহ্য করতে দেখেছি। যদি আগের ছবিগুলো দেখে থাকো, তাহলেই দেখবে সব ছবিতেই ওর হাসিটা অটুট থাকে।“