বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ভোটের আগে বেতন বাড়ল রাজ্য পুলিশের

১০:১১ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০২১

ভোটের আগে বেতন বাড়ল রাজ্য পুলিশের
ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের মাইনে বাড়ল। বুধবার নবান্ন সূত্রের খবর, এই নিয়ম কার্যকর হবে, পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিসট্যান্ট কমিশনারের অধঃস্থন পদে কর্মরত পুলিশ অফিসার ও কর্মীদের জন্য। এবার থেকে এইসব পুলিশ অফিসার ও কর্মীরা ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের ছুটি বেতন ও মহার্ঘ ভাতা বাবদ পাবেন। দীর্ঘদিন ধরেই পুলিশ কর্মীরা এই দাবি করছিলেন। দ্রুত এই নিয়ম বলবৎ হবে। উল্লেখ্য, পুলিশের চাকরিতে অন্যান্য সরকারি চাকরির মতো ধরাবাধা ছুটি বা উইক অফ নেই। সেদিক থেকে দেখলে এই বাড়তি ছুটি ও আর্থিক সুবিধায় লাভবান হবেন পুলিশকর্মীরাদীর্ঘদিন থেকেই পুলিশ কর্মীরা দাবি করছিলেন তাদের মূল বেতন এবং মহার্ঘভাতা বাড়ানো হোক। এতদিনে তাদের এই দাবির স্বীকৃতি পেতে চলেছে। তবে ভোটের আগে এইভাবে পুলিশকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধি কে ভোট রাজনীতির সঙ্গে সমানুপাতিক বলেই মনে করছেন অনেকে।