শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৮-এ পা জসপ্রীত বুমরাহ'র! জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া

১১:৩৮ এএম, ডিসেম্বর ৬, ২০২১

২৮-এ পা জসপ্রীত বুমরাহ'র! জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া

বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম মেরুদণ্ড তিনি। একার হাতে দলকে জিতিয়েছেন বহু ম্যাচ। পাশাপাশি ব্যক্তিগত ভাবেও গড়েছেন একের পর এক নজির৷ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন অন্যতম শ্রেষ্ঠ তারকা। তিনি জসপ্রীত বুমরাহ। ভারতের অন্যতম এই পেসার আজ পা দিলেন ২৮ বছরে। আর ইতিমধ্যেই জন্মদিনের অজস্র শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া।

চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। তাই তাঁকে মাঠে খেলতে দেখা যায়নি। তবে এই সিরিজ না খেললেও তাঁর রেকর্ডে এতটুকুও আঁচ পড়েনি। নিঃসন্দেহে বলা যায়, আমাদের সময়ের সব ফর্ম্যাটের শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের মধ্যে একজন হলেন বুমরাহ৷

[caption id="attachment_42472" align="alignnone" width="1280"]২৮-এ পা জসপ্রীত বুমরাহ'র! জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া ২৮-এ পা জসপ্রীত বুমরাহ'র! জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া[/caption]

এখনও অবধি সমস্ত ফরম্যাট জুড়ে ১৪৬ ম্যাচে গড়ে ২৮৫ উইকেট নিয়েছেন বুমরাহ। বোলিং গড় ২৩.০১। পাশাপাশি ৭টি পাঁচ উইকেট শিকারও করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও অবধি ষষ্ঠ-সর্বোচ্চ উইকেট শিকারী হলেন এই ভারতীয় পেসার। নিজের ১১তম ম্যাচে ৫০তম টেস্ট উইকেট শিকার করে এই মাইলফলক অর্জনকারী যৌথ ষষ্ঠ-দ্রুত বোলার হিসাবে উঠে এসেছে বুমরাহ'র নাম। পাশাপাশি ২৪তম ম্যাচে ১০০তম টেস্ট উইকেট তুলে ক্রিকেটের ইতিহাসে যৌথ নবম-দ্রুততম উইকেট শিকারী হয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলেও দারুণ সফল জসপ্রীত বুমরাহ। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০৯ ম্যাচে, ২৩.১৬ গড়ে ১৩৩ উইকেট রয়েছে তাঁর৷ ৭.৪৩ ইকোনমি রেট এবং ১৮.৬৯ স্ট্রাইক রেটে উইকেট নেওয়ার নজির রয়েছে এই তরুণ তুর্কীর। মুম্বইয়ের সর্বশেষ পাঁচটি শিরোপা জয়ের পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বুমরাহ৷ ফলস্বরূপ আগামী মরশুমের মেগা অকশনের আগে তাঁকে রিটেন করেছে আরব সাগর পাড়ের দলটি।

এবার একনজরে দেখে নেওয়া যাক বুমরাহ'র জন্মদিনে স্ত্রী সঞ্জনা গণেশনের হৃদয়গ্রাহী উইশ সহ আরও কিছু শুভেচ্ছা বার্তা-

https://twitter.com/SanjanaGanesan/status/1467580270073171973?t=S86PmqJdw09umyyhwRXcrQ&s=19 https://twitter.com/ICC/status/1467660309666025476?t=P0SGg-098YTS3uq024g2Eg&s=19 https://twitter.com/mipaltan/status/1467562162927419394?t=rGhB-QTimqu0AgFyaJZrag&s=19 https://twitter.com/BCCI/status/1467689651389353993?t=RQ5ryBOJhUjFk3sOuJmP2Q&s=19 https://twitter.com/StarSportsIndia/status/1467561903157231616?t=G0fSsVs0lSeSrwhonirFIA&s=19 https://twitter.com/bhaleraosarang/status/1467676310356914178?t=l8yG89xaESmxf91k8MTKvg&s=19