শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লোকসভায় ৩ টের বেশি আসন পাবে না বিজেপি! সৌমিত্র-র কন্ঠে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড়

০৮:৪৩ পিএম, নভেম্বর ২০, ২০২১

লোকসভায় ৩ টের বেশি আসন পাবে না বিজেপি! সৌমিত্র-র কন্ঠে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড়

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। এখন থেকেই প্রতিটি রাজনৈতিক দল এই নির্বাচনকে কেন্দ্র করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির নেতা তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর বিস্ফোরক অডিও প্রকাশ্যে এসেছে। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বংনিউজ ২৪x৭ ডিজিটাল।

অডিয়ো ক্লিপে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছে যে, আগামী লোকসভা ভোটে বাংলায় বিজেপি পাবে মেরেকেটে ৩টি আসন। আর বাকি ৩৯টি পাবে তৃণমূল। এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন যে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে খাতাই খুলতে পারবে না বিজেপি। রয়েছে আরও অনেক কিছু। ইতিমধ্যেই এই অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে।

ঠিক কী বলেছেন বিজেপির এই সাংসদ? ভাইরাল অডিয়ো ক্লিপে এক বিজেপি কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে সৌমিত্র খাঁকে। কথোপকথনে দাবি করা হয়েছে,'পরেরবার লোকসভার রেজাল্ট ৩ আর ৩৯ হয়ে যাবে। আমরা ৩টি আসন পাব। আর ওরা ৩৯টি। যেভাবে চলছে, কট্টর বিরোধী লোককে সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছে।' শুধু তাই নয় শান্তনু ছাড়া রাজ্যের বাকি তিন কেন্দ্রীয় মন্ত্রী কাজের নয় বলেও বলতে শোনা গিয়েছে বিজেপি সাংসদের কণ্ঠস্বরে। বলা হয়েছে,'যে চার মন্ত্রী হল, শান্তনু ঠাকুর বাদ দিয়ে তিন মন্ত্রীই অচল। কোনও কাজে লাগবে না।'

অন্যদিকে মেরুকরণের রাজনীতির প্রসঙ্গও তুলেছেন তিনি। বিরোধীরা বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ সবসময় করে থাকে। ভাইরাল অডিয়ো ক্লিপে সৌমিত্রকে বলতে শোনা গেল, 'বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে। এভাবে হয় নাকি! রাজবংশী, আদিবাসী, হাবিজাবি করছে। তোমার যাঁরা নেতৃত্ব দিচ্ছে তাঁরা সারাজীবন রাস্তায় থাকবে। এটা হয় বাংলায়?'

[caption id="attachment_40714" align="aligncenter" width="984"] সৌমিত্র-র কন্ঠে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড়[/caption]

শোনা যাচ্ছে,'বাংলার রাজনীতিতে কেউ কারও জন্য করে না। ঠিক আছে। নীতীশ প্রামাণিক এতগুলি দফতরের মন্ত্রী হল। পার্টির ছেলেরা উপকৃত হবে না। সুভাষ সরকার হয়েছে। হতে পারে দীর্ঘদিনের লোক। অরিজিনালি পার্টি ছেলেরা উপকৃত হবে না। বাঁকুড়া লোকসভা জিতবে? কোনটা জিতবে? আর কোনও জেতার জায়গা নেই। আমি লড়াই করছি। ৫০-৫০ পজিশনে আছি। কখনও ৪০ পার্সেন্ট হচ্ছে, কখনও ৬০ পার্সেন্ট হচ্ছে। এই ডামাডোলের মধ্যে চলছে। আর তুমি জিতবে একটা দার্জিলিং, আর উত্তরবঙ্গে আর একটা সিট জিতবে। আমার সিটটা হয়তো। চারটে সিট জিততে পারো। আর কে জিতবে?'

এদিকে, এই ভাইরাল অডিয়ো ক্লিপকে ভুয়ো বলে দাবি করেছেন মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে, রাজ্য বিজেপি এই অডিয়ো ক্লিপকে ভুয়ো বললেও, এটাতে কোনো সন্দেহই নেই যে অডিয়ো ক্লিপ রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ালো।