শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জুলাই থেকে উত্তরপ্রদেশে ভোট প্রচার শুরু হলেই দেশে ঢুকবে করোনার তৃতীয় ঢেউ! মোদিকে বিঁধলেন সায়নী

০৪:৪৩ পিএম, জুন ২১, ২০২১

জুলাই থেকে উত্তরপ্রদেশে ভোট প্রচার শুরু হলেই দেশে ঢুকবে করোনার তৃতীয় ঢেউ! মোদিকে বিঁধলেন সায়নী

উত্তরপ্রদেশের ভোটপ্রচার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন সায়নী ঘোষ। জুলাইয়ে উত্তরপ্রদেশে মোদির ভোটপ্রচার শুরু হলেই দেশে ঢুকে পড়বে করোনার তৃতীয় ঢেউ, এমনটাই মনে করছেন অভিনেত্রী তথা তৃণমূলের যুব সভাপতি। পাশাপাশি বিজেপি নেতাদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সে কথাই জানান দিলেন সায়নী।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে যোগী আদিত্যনাথের নেতৃত্বে থাকা বিজেপি সরকারের মেয়াদ শেষ হচ্ছে উত্তরপ্রদেশে। আসন্ন বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে। সেজন্য আগামী জুলাই মাস থেকেই শুরু হবে তার প্রচার। প্রচারে মোদি সহ একাধিক বিজেপি নেতা উত্তরপ্রদেশে হাজির হবেন। তা নিয়েই এবার তোপ দাগলেন সায়নী।

সোমবার ট্যুইটারে তৃণমূলের যুব সভাপতি লেখেন, "নির্বাচনকেই নজরে রাখছেন প্রধানমন্ত্রী মোদি সহ অন্যান্য বিজেপি নেতারা। উত্তরপ্রদেশে জুলাই থেকে শুরু হচ্ছে ভোটের প্রচার। তাই অক্টোবরের আগেই করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকুন।" উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় গোটা দেশে করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। কারণ হিসেবে অধিকাংশই রাজনৈতিক নেতাদের ভোটপ্রচারকে দায়ী করেছিলেন। এবার সেই প্রসঙ্গ তুলেই মোদিকে বিঁধলেন সায়নী।

https://twitter.com/sayani06/status/1406837164856557573?s=20

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সায়নী। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচারের সময় তো বটেই এমনকি উত্তরপ্রদেশের নদীতে মৃতদেহ ভাসার খবর চাউর হতেই তা শেয়ার করে কেন্দীয় সরকারের দিকে আঙুল তুলেছিলেন তিনি। এবার বিজেপিকে ফের একহাত নিলেন তৃনমূলের যুব সভাপতি।