শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চলছে প্রথম দফার ভোট! দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল দেখে নিন একনজরে

০২:০৪ পিএম, মার্চ ২৭, ২০২১

চলছে প্রথম দফার ভোট! দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল দেখে নিন একনজরে

বংনিউজ২৪x৭ ডেস্কঃ আজ শুরু হয়ে গেছে রাজ্যের প্রথম দফার ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে অনেক আগেই আসরে নেমে পড়েছিল। তারসাথে সকল রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা সহ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। আর আজ থেকেই শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া। আজ রাজ্যের ৫ জেলায় মোট ৩০ টি আসনে নির্বাচন চলছে। বাঁকুড়ার ৪ টে, পুরুলিয়ার ৯ টা, পশ্চিম মেদিনীপুরে ৬ টা, , পূর্ব মেদিনীপুরে ৭ টা ও ঝাড়গ্রামের ৪ টে আসন রয়েছে।

ভোট শুরু হতেই বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। বোমাবাজির কারনে আহত হন পটাশপুরের ওসি। অন্যদিকে খেজুরিতেও সারা রাত বোমাবাজি হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে খেজুরিতে। অন্যদিকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠে কাঁথিতে। অন্যদিকে ভোট শুরু হওয়ার পরেই তৃণমূল কে নিশানা করে দিলিপ ঘোষ জানান, প্রথম দফায় জঙ্গলমহলে খাতা খুলতে পারবে না তৃণমূল!

উল্লেখ্য দুপুর ১ টা পর্যন্ত ৫ জেলায় মোট ভোট পরেছে ৫৪.৯০%। কোথায় কত শতাংশ ভোট পরেছে একনজরে দেখে নিন.. পুরুলিয়া: ৫১.৩৯%, ঝাড়গ্রাম: ৫৯.২৩%, বাঁকুড়া:৫৭.২৭%, পূর্ব মেদিনীপুর : ৫৭.৮২%, পশ্চিম মেদিনীপুর: ৫২.৩৪% । নির্বাচন শেষে কে হবে বাংলার শাসক? কে হাসবে শেষ হাসি তা জানা যাবে ২ রা মে। শেষমেশ কে বাংলার শাসকের স্থান দখল করবে তা দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক মহল সহ জনগন।