শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাহানে থেকে শুরু করে ধাওয়ান, দিন্দা! কোন কোন ভারতীয় ক্রিকেটাররা নিলেন করোনার টিকা?

০৬:৫৮ পিএম, মে ৮, ২০২১

রাহানে থেকে শুরু করে ধাওয়ান, দিন্দা! কোন কোন ভারতীয় ক্রিকেটাররা নিলেন করোনার টিকা?

দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ অব্যাহত! অন্যদিকে, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃতীয় পর্যায়ের টিকাকরণও। আগেই ঘোষণা করা হয়েছিল ১ মে থেকে ১৮ ঊর্ধ্বে প্রত্যেকেই টিকা নিতে পারবেন। তাই নিয়ম মেনেই এবার টিকা নিতে দেখা গেল বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে। সেই তালিকায় রয়েছেন ভারতের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক রাহানে সহ সীমিত ওভারের ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান ধাওয়ানও। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার নিলেন টিকা...

[caption id="attachment_13794" align="alignnone" width="1280"]ছবি সৌজন্যেঃ Instagram @ajinkyarahane ছবি সৌজন্যেঃ Instagram @ajinkyarahane[/caption]

আজ, শনিবার টিকা নিলেন ভারতের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তাঁর সঙ্গে স্ত্রী রাধিকাও টিকা নিলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে ছবি পোস্টও করেছেন রাহানে। পাশাপাশি সক্ষম ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

[caption id="attachment_13796" align="alignnone" width="1280"]ছবি সৌজন্যেঃ Instagram @shikhardofficial ছবি সৌজন্যেঃ Instagram @shikhardofficial[/caption]

শুক্রবার টিকা নিয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা ভারতে সীমিত ওভারের বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। আইপিএল স্থগিত হওয়ার পরই দিল্লির দলের শিবির থেকে বেরিয়ে টিকা নেন তিনি। সে ছবিও পোস্ট করেন।

[caption id="attachment_13795" align="alignnone" width="1280"]ছবি সৌজন্যেঃ Facebook @Ashoke Dinda ছবি সৌজন্যেঃ Facebook @Ashoke Dinda[/caption]

চলতি বছরে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ময়না কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়কও হয়েছেন সদ্য। শুক্রবার টিকা নিলেন দিন্দাও। সঙ্গে স্ত্রী শ্রেয়সীও টিকা নেন।

[caption id="attachment_13797" align="alignnone" width="1280"]ছবি সৌজন্যেঃ Twitter @Chetan Sharma ছবি সৌজন্যেঃ Twitter @Chetan Sharma[/caption]

টিকা নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মাও। নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন সে কথা। সকলে টিকা নিতে উৎসাহও জানিয়েছেন তিনি।