বংনিউজ বিনোদন ডেস্কঃ বলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যেই একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন অভিনেত্রী।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে সক্রিয় শ্রদ্ধা। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করেন নেটদুনিয়ায়। ফিটনেস ফ্রিকের তালিকায় বরাবরই নিজেকে রাখেন শ্রদ্ধা। মাঝে মধ্যেই ফিট থাকার মন্ত্র দেন ভক্তদের।

এছাড়াও বিভিন্ন যোগ ব্যায়াম এবং জিমের ভিডিও অথবা ছবি পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি আরও একটি কঠিন ব্যায়াম করলেন শ্রদ্ধা। হাতের ওপর ভর করে পুরো বডিকে দাড় করানো। নিজেই নেটদুনিয়ায় এই ছবি আপলোড করেন।

ছবি আপলোড হতেই মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। প্রচুর লাইক এবং কমেন্ট পোস্ট জুড়ে। শ্রদ্ধাকে পরবর্তী সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে।