শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২ মে দিদির বিদায় হবেঃ শিবরাজ সিং চৌহান

০৯:০৩ এএম, মার্চ ১, ২০২১

২ মে দিদির বিদায় হবেঃ শিবরাজ সিং চৌহান

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিই (বিজেপি) ক্ষমতায় আসবে। আগামী ২ মে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বিদায় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। কলকাতায় এসে এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শিবরাজের কথায়, "পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের ঢেউ উঠেছে। ২ মে দিদির বিদায় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে।" শনিবার রাতেই কলকাতায় আসেন শিবরাজ সিং চৌহান। এর পরে সকালে কালীঘাট মন্দিরে পূজার্চনা করেন তিনি।

এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ উঠেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কৃষক এবং দরিদ্রদের পেতে দিচ্ছে না তৃণমূল। রাজ্যে হিংসা ও দুর্নীতি চলছে। সর্বপ্রথম কমিউনিস্ট এবং কংগ্রেস রাজ্যের বিনাশ করেছে, আর এখন তৃণমূল।" আগামী ২ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে, শিবরাজ এদিন দাবি করে বলেছেন, "২ মে দিদির বিদায় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে।"