বংনিউজ২৪x৭ ডেস্কঃ কখন যে কি হয়, তা সত্যি বলা দুষ্কর! এই যেমন একেবারে সুন্দর ও ঝাঁ চকচকে রাস্তার যে মুহূর্তের মধ্যে এমন হাল হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। আচমকাই হাসপাতালের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশাল ধ্বস নামে। এই ধ্বসের জেরে তৈরি হওয়া বিশালাকার গর্তে মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় প্রচুর গাড়ি! তবে, ভাগ্য সহায় হওয়ায়, কোনও প্রাণহানি ঘটেনি এবং আরও বড় কোনও ক্ষতির হাত থেকে রক্ষা মিলেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ইতালির ন্যাপলেস শহরে। ওই শহরেই করোনা ভাইরাসের জন্য নির্দিষ্ট একটি হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৫০০ স্কয়্যার মিটার এলাকা বা ৫,৪০০ স্কয়্যার ফুট এলাকা জুড়ে ওই গর্ত তৈরি হয়েছে। এই ধ্বসের জেরে তৈরি হওয়া বিশাল গর্তের মধ্যে নিমেষে তলিয়ে গিয়েছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। তবে কোনও জীবনহানি ঘটেনি এই যা রক্ষে।
ইতালির দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ওই গর্তের জেরে হাসপাতালে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে হাসপাতালে ভর্তি রোগীদের যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় বলে জানা গিয়েছে। সেই কারণেই তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।