শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সরস্বতী পুজোর দিন দেবীর কৃপা লাভে অবশ্যই মেনে চলুন এই বিষয় গুলি...

১১:৫৩ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

সরস্বতী পুজোর দিন দেবীর কৃপা লাভে অবশ্যই মেনে চলুন এই বিষয় গুলি...
রাত পোহালেই সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর পবিত্র তিথিতে দেবী-বন্দনায় মেতে উঠবেন আপামর মানুষ। উপযুক্ত আচার-নিয়ম মেনে তবেই শুদ্ধভাবে হবে দেবীর পুজো। তাই সরস্বতী পুজোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে। এগুলি মেনে চললেই দেবীর কৃপা করবেন আপনিও... ১. বসন্ত পঞ্চমীর দিন সূর্যোদয়ের অন্তত দু'ঘন্টা আগেই ঘুম ভেঙে উঠে পড়া উচিৎ। ভোরে বিছানা ছাড়লে শরীরের সঙ্গে মনও থাকবে সুস্থ এবং সতেজ। ২. এরপর স্নান সেরে পরিষ্কার বসন পরে পুজোর মন্দিরটি পরিষ্কার করতে হবে। ৩. পোশাকের রঙ হলুদ হওয়াই বাঞ্চনীয়। অগত্যা, না হলে অন্য যে কোনও পরিষ্কার উজ্জ্বল পোশাক পরিধান করা উচিৎ। ৪. পুজোর স্থানে অবশ্যই হলুদ, চন্দন, জাফরান, হলুদ এবং সাদা ফুল এবং মিষ্টি সাজিয়ে নৈবেদ্য দিতে হবে। ৫. সরস্বতী দেবীর পায়ের কাছে বই-খাতা, কলম, পেনসিল ইত্যাদি শিক্ষার সমস্ত সরঞ্জাম সাজিয়ে রাখা উচিৎ। ৬. পুজোর স্থানে ধূপ-ধুনো জ্বালিয়ে স্থান টিকে সুগন্ধিত করে তুলতে হবে। ৭. পুজো চলাকালীন দেবীর কাছে যে কোনও হলুদ জিনিস অর্পণ করতে হবে। পলাশ ফুল বা হলুদ কোনও ফুল থাকা আবশ্যিক। ৮. পুজোর দিন কোনও রকম আমিষ জাতীয় খাবার খাওয়া উচিৎ নয়। রসুন, পেঁয়াজ জাতীয় খাদ্যও বর্জন করুন সেই দিন।