শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

“নিজের অধিকারের রুটি খাওয়া অন্যায়? কেনো এটাকে দাঙ্গা বলা হচ্ছে?” কৃষিআন্দোলন নিয়ে আবেগঘন পোস্ট সোনাক্ষির

০২:৩৮ পিএম, ফেব্রুয়ারি ১১, ২০২১

“নিজের অধিকারের রুটি খাওয়া অন্যায়? কেনো এটাকে দাঙ্গা বলা হচ্ছে?” কৃষিআন্দোলন নিয়ে আবেগঘন পোস্ট সোনাক্ষির
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ দেশজুড়ে চলছে কৃষি বিল নিয়ে কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকারের নতুন বিল পাশ হওয়ার পর থেকেই ক্ষুব্ধ হন কৃষকদের একাংশ। তারা মানতে নারাজ এই কৃষি বিল। কৃষকরা ক্ষেত ছেড়ে উঠে এলো প্রানহীন শহরে। দিনের পর দিন দিল্লিতে বসে রয়েছেন দেশের হাজার হাজার কৃষক। কৃষি আন্দোলন নিয়ে মুখ খোলেন দেশের প্রত্যেকটি নাগরিক, বিরোধী দল এবং সেলেব মহলের একাংশ। সেলেব মহলে একদিকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সহমত জানালো কঙ্গনা রানাওত অপরদিকে স্বরা ভাস্কর, দিলজিত প্রমুখ তারকা এই সিদ্ধান্ত ভুল বলে বিবেচনা করলেন। ঠিক সেই সময় কৃষকদের অস্তিত্ব, আমাদের সমাজে তাদের প্রয়োজন নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি এবং ভিডিও তাছাড়াও দেশে চলতি বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতবাদ জানান। সম্প্রতি দেশের কৃষকদের হয়ে একটি ভিডিও পোস্ট করেন বলিউডের দাবাং গার্ল সাথে রয়েছে তার কিছু বক্ত্যব্য। ভিডিওতে বলেছেন “ কেনো আমরা ক্ষেত, মাঠ ছেড়ে দিয়ে এই প্রানহিন শহরে এসেছি। ফসল ফলানোর হাত কেনো রাজনীতির দলদলে ঢুকে যাচ্ছে। কেনো তাদের হাতে আগুনের মশাল রয়েছে। নিজের অধিকারের রুটি খাওয়া অন্যায়? কেনো এটাকে দাঙ্গা বলা হচ্ছে?” https://www.instagram.com/tv/CLG5-yfJhAd/?utm_source=ig_web_copy_link ভিডিও পোস্ট হতেই নেট জনতার একাংশ অভিনেত্রীর প্রত্যেকটি কথাতে সহমত জানান। কৃষকদের প্রতি সহানুভুতি দেখান।