শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নির্বাচনী প্রস্তুতি অবৈজ্ঞানিক, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল সংযুক্ত মোর্চা

১০:১০ পিএম, এপ্রিল ১, ২০২১

নির্বাচনী প্রস্তুতি অবৈজ্ঞানিক, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ  উগড়ে দিল সংযুক্ত মোর্চা

দফার নির্বাচন নিয়ে একগুচ্ছ অভিযোগ জানাল সংযুক্ত মোর্চা। বৃহস্পতিবার কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কমিশনের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ' কমিশনের নির্বাচনী ব্যবস্থা অবৈজ্ঞানিক।' নন্দীগ্রাম থেকে কেশপুর তথা বর্ডার সিলিং সবক্ষেত্রেই কমিশনের ঢিলেঢালা মনোভাব দেখা গিয়েছে বলে এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে অভিযোগ করেন রবীন দেব। এদিন বিকেল পাঁচটা নাগাদ রবিন দেবের নেতৃত্বে সংযুক্ত মোর্চার এক প্রতিনিধি দল কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দ্বিতীয় দফা নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়ে সবিস্তারে অভিযোগ জানানো হয়। বৈঠক শেষ রবিন দেব জানান, নন্দীগ্রামে ১৪৪ থাকা সত্বেও যে ভাবে মানুষের ভিড় পরিলক্ষিত হয়। তাতে কমিশন ব্যবস্থাপনায় ব্যর্থ।

অন্যদিকে সাধারণ ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হয়। এমনটাই তাঁকে ফোনে অভিযোগ জানিয়েছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বর্ডার সিল করার ক্ষেত্রেও ব্যবস্থাপোনা সঠিক ছিল না। বলে অভিযোগ করেন রবিন দেব। পাশাপাশি যারা এদিন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানায় সংযুক্ত মোর্চা। তবে রিপোলের বিষয় আগামীকাল স্ক্রুটিনির পর জানানো হবে বলে স্পষ্ট করেন রবীন দেব। পাশাপাশি এদিন বিষ্ণুপুর থানার ওসি, ডায়মন্ড হারবারের আইসি এবং এসডিপিওকে অপসারণের দাবি জানানো হয় সংযুক্ত মোর্চার পক্ষ থেকে।