
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ করোনা কাল থেকেই সোনু সুদ বহুল জনপ্রিয় হয়ে উঠেছেন। করোনা আবহে বহু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এমন কি রাজ্যের বাইরে যারা ছিলেন তাদের রাজ্যে ফেরাতেও নানা ভাবে সাহায্য করেছিলেন সোনু সুদ। এককথায় করোনা কালে তিনি অনেক দরিদ্র মানুষের কাজে ভগবানের অবতার হিসেবে হাজির হয়েছিলেন।
তবে বর্তমানে তার ওপর বেআইনি নির্মাণের মামলা হয়। মুম্বইয়ের জুহুতে সোনু সুদের একটি ছয় তলার শক্তি সাগর আবাসন রয়েছে। যা কোনও রকম আইনি অনুমতি ছাড়ায় হোটেলে পরিনত করা হয়েছে, এমনটাই নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। কিন্তু নোটিশ পাঠানোর পরও এটি বন্ধ না হওয়ায় বিএমসি মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিংয়ের আওতায় জুহু পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দেয়।
তবে সোনু সুদ এই অভিযোগ স্বীকার করেননি। তার আইনজীবী অমোঘ সিংহ বিচারপতি পৃথ্বীরাজ চৌহান কে জানায় যে, সোনু সুদ হোটেল ব্যবসা করেন না। কিন্তু তার ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। সেখানে হোটেল ব্যবসা করা হয়। উল্লেখ্য সোনু সুদের আইনজীবী হাইকোর্টের কাছে অন্তর্বর্তীকালীন সুরক্ষার দাবি করেছিলেন। তার মেয়াদ বাড়িতে আগামিকাল করা হয়েছে। আগামীকাল বুধবার এই মামলার শুনানি হতে চলেছে।