বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিশেষ অফার! পোস্ট অফিসের এই স্কিমে ৯৫ টাকা দিয়েই পেয়ে যান ১৪ লক্ষ টাকা! কীভাবে? জানুন বিস্তারিত

০৪:১৯ পিএম, জুন ১৪, ২০২১

বিশেষ অফার! পোস্ট অফিসের এই স্কিমে ৯৫ টাকা দিয়েই পেয়ে যান ১৪ লক্ষ টাকা! কীভাবে? জানুন বিস্তারিত

সুরক্ষিত বিনিয়োগ, সঞ্চয় এবং তার সঙ্গে ভালো রিটার্ন, এসবের জন্য পোস্ট অফিস নিয়ে এসেছে একাধিক স্কিম। এই স্কিমগুলিতে আপনি নিশ্চিন্তে টাকা বিনিয়োগ করতে পারেন। এগুলিতে টাকা ইনভেস্ট করলেই মিলবে ভালো রিটার্নের গ্যারান্টি। এবার পোস্ট অফিসে মাত্র ৯৫ টাকা বিনিয়োগ করেই পেয়ে যেতে পারেন ১৪ লক্ষ টাকা৷ পোস্ট অফিসের গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা (Gram Sumangal Rural Postal Life Insurance)-এর মাধ্যমেই পাবেন সে সুযোগ৷

পোস্ট অফিসের গ্রাম সুমঙ্গল স্কিমটি পল্লী ডাক জীবন বীমা প্রকল্পটির আওতায়। ১৯৯৫ সালে এটি শুরু হয়৷ এর অধীনে আরও পাঁচটি বীমা পরিকল্পনাও দেওয়া হয়েছে। এই স্কিমটিতে দিন প্রতি প্রায় ৯৫ টাকা বিনিয়োগ করে আপনি পেয়ে যেতে পারেন সর্বাধিক ১৪ লক্ষ টাকা। স্কিমটি ১৫ এবং ২০ বছরের জন্য করা যাবে। যে কোনও ভারতীয় নাগরিকই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। বয়সসীমা সর্বনিম্ন ১৯ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর। ২০ বছরের পলিসি নেওয়ার জন্য সর্বাধিক বয়সসীমা ৪০ বছর। এতে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে।

গ্রাম সুমঙ্গল স্কিমটিতে মূল ধন ম্যাচিওর হওয়ার আগেই তিনবার টাকা ফেরত পাওয়া যাবে। পলিসি ম্যাচিওরের হলে পুরো টাকা পাওয়া যাবে। কোনও ব্যক্তির যদি মৃত্যু হলে পলিসির টাকার পাশাপাশি বোনাসও পাওয়া যাবে। এই পলিসিতে প্রতি বছর ৪৮ হাজার টাকার বোনাস পাওয়া যাবে। এক বছরে ১ লক্ষ টাকার বোনাস ৩৩৬০০ টাকা। ২০ বছরে তা হবে ৬.৭২ লাখ টাকা। ২০ তম বছরে বাকি ২.৮ লক্ষ টাকাও পাওয়া যাবে৷ সব মিলিয়ে ২০ বছরে মোট ১৯.৭২ লক্ষ টাকা পাওয়া যাবে৷

স্বল্প বিনিয়োগ বড় পরিমাণ রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের এই স্কিমটি বেশ নির্ভরযোগ্য। এই স্কিমে আপনি নিশ্চিন্তে টাকা বিনিয়োগ করতে পারেন। তবে তা নিয়মিত করতে হবে। এর পাশাপাশিই পোস্ট অফিসে আরও বেশ কিছু ভালো রিটার্নের স্কিম রয়েছে। সেখানেও উপার্জনেরও বেশ ভালোই৷ সেগুলির দিকেও নজর রাখতে পারেন।