শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গলায় চ্যাম্পিয়নের মেডেল, বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই বিয়ে সারলেন এই আর্জেন্টিনীয় সুপারস্টার

মৌসুমী মোদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০২:২৪ পিএম | আপডেট: জানুয়ারি ৫, ২০২৩, ০৮:৩৭ পিএম

গলায় চ্যাম্পিয়নের মেডেল, বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই বিয়ে সারলেন এই আর্জেন্টিনীয় সুপারস্টার
গলায় চ্যাম্পিয়নের মেডেল, বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই বিয়ে সারলেন এই আর্জেন্টিনীয় সুপারস্টার

কয়েকদিন আগেই জিতেছেন বিশ্বকাপ। হাতে তুলেছেন বিশ্বজয়ের ট্রফি। এবার বিশ্বকাপ শেষ হতেই বিয়ে করে ফেললেন আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলের সদস্য নিকোলাস তাগলিফিকো। চ্যাম্পিয়ন হওয়ার পরই দীর্ঘদিনের বান্ধবী ক্যারোলিনা কালভানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

৩০ বছরের তাগলফিকোর সঙ্গে ক্যারোলিনার বিয়েটা যদিও অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। তবে কোভিড পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠান পিছিয়ে যায়। তবে এবার দেশ বিশ্বকাপ  চ্যাম্পিয়ন হতেই আর দেরি করেননি। তড়িঘড়ি বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেন।

বিয়ের পর নিকট বন্ধুদের সঙ্গে বিয়ের রিসেপশনও সেরে ফেলেন তাগলিফিকো। আর সেই অনুষ্ঠানে তিনি হাজির হন বিশ্বকাপ ট্রফি নিয়ে, গলায় চ্যাম্পিয়ন হওয়ার মেডেল পরে। তবে সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারলেন না আরেক আর্জেন্টিনীয় তারকা লিসান্দ্র মার্টিনেজ। যিনি সম্পর্কে তাগলিফিকোর ঘনিষ্ঠ বন্ধু।

জাতীয় দলে তো বটেই এর আগে ক্লাব ফুটবলেও সতীর্থ ছিলেন লিসান্দ্র মার্টিনেজ এবং নিকোলাস তাগলিফিকো। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত আয়াক্স দলের হয়ে খেলতেন দুই বন্ধু৷ তবে ২৪ বছরের লিসান্দ্র নিজের সতীর্থের বিয়েতে হাজির থাকতে পারলেন না তাঁর নতুন ক্লাবের কথা বিবেচনা করে।

এই মরশুমেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত হয়েছেন লিসান্দ্র। চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্লাবের তরফে অতিরিক্ত ছুটি মঞ্জুর করা হয়েছিল ট্রফি জয় সেলিব্রেট করার জন্য। দোহায় বিশ্বকাপ জিতে জাতীয় দলের সঙ্গে রাজধানী বুয়েনস আয়ার্সে দলের সঙ্গে ভিকট্রি সেলিব্রেশনেও অংশ নেন লিসান্দ্র।তবে এবার বন্ধুর বিয়েতে আমন্ত্রণ পেলেও গেলেন না মার্টিনেজ। চলে এলেন ক্লাবে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে।