শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রবিবার ফের ভারত-পাক মহারণ! ২২ গজের লড়াইয়ের আগে রোহিতদের সতর্কবার্তা পাক তারকার

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০২:৫৪ পিএম | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:৫৪ পিএম

রবিবার ফের ভারত-পাক মহারণ! ২২ গজের লড়াইয়ের আগে রোহিতদের সতর্কবার্তা পাক তারকার
রবিবার ফের ভারত-পাক মহারণ! ২২ গজের লড়াইয়ের আগে রোহিতদের সতর্কবার্তা পাক তারকার

গ্রুপ স্টেজের পরপর দুই ম্যাচে পাকিস্তান ও হংকংকে হারিয়ে চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোর অর্থাৎ শেষ চারে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। আগামী রবিবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর থেকে সুপার-ফোরের অভিযান শুরু করবে রোহিত অ্যান্ড কোং। অন্যদিকে, হংকংকে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে পাকিস্তানও (Pakistan)৷ ফলে সুপার ফোর রাউন্ডের শুরুতেই ফের চিরপ্রতিদ্বন্দ্বী পাক দলের মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়াকে।

গতকাল বাবর আজমদের কাছে মাত্র ৩৮ রানে অলআউট হয়ে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে হংকংকে। সুপার ফোরে পৌঁছতে বাবরদের হংকংয়ের বিরুদ্ধে জিততেই হত। আর সেই ম্যাচেই মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করে পাক দল। জবাবে মাত্র ৩৮ রানে গুঁটিয়ে যায় হংকং-এর ইনিংস। ব্যাটাররা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ফলে ১৫৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান।

সেই সুবাদে আগামী রবিবার ফের বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। চলতি এশিয়া কাপের প্রথম সাক্ষাতে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছিল পাক দলকে। দ্বিতীয় সাক্ষাতে চাই বদলা নিতে প্রস্তুত বাবর-রিজওয়ানরা। আর একটা ম্যাচ হেরে তাঁরা মোটেও দমে যাননি। বরং এবার নিজেদের আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন পাক ক্রিকেটাররা৷ এমনটাই জানিয়ে দিলেন পাক তারকা মহম্মদ রিজওয়ান।

হংকং-এর বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রিজওয়ান। ৫৭ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরাও হন তিনি৷ এবার ভারতের বিরুদ্ধে ফের মেগা লড়াইয়ের আগে রোহিত শর্মাদের সতর্কবার্তা দিয়ে রাখলেন পাক তারকা। তিনি বললেন, "ভারত-পাক ম্যাচে আলাদা চাপ থাকবেই। এই লড়াই দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষায় থাকে। তবে পাকিস্তানও আত্মবিশ্বাসী। যে কোনও প্রতিপক্ষের সম্মুখীন হতেই আমরা তৈরি।"

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে মাত্র আট দিনের ব্যবধানেই দ্বিতীয়বার ভারত-পাকিস্তান মেগা লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ তাই ক্রিকেটপ্রেমীদের উৎসাহও তুঙ্গে। যদিও দুই দলই চোট আঘাতে জর্জরিত। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন দুই দেশের দুই তারকা বোলার, ভারতের জসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এর মধ্যে আবার ডান হাঁটুতে চোটের কারণে ছিটকে গেলেন দুরন্ত ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা। যা রোহিতদের জন্য বড় ধাক্কা। তাঁর পরিবর্ত হিসেবে এবার দলে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল।