বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কমনওয়েলথে কুস্তিতে একই দিনে ৩ সোনা! ভারতের মুখ উজ্জ্বল করলেন বজরং-সাক্ষী-দীপক

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ১১:২৬ এএম | আপডেট: আগস্ট ৬, ২০২২, ০৫:২৬ পিএম

কমনওয়েলথে কুস্তিতে একই দিনে ৩ সোনা! ভারতের মুখ উজ্জ্বল করলেন বজরং-সাক্ষী-দীপক
কমনওয়েলথে কুস্তিতে একই দিনে ৩ সোনা! ভারতের মুখ উজ্জ্বল করলেন বজরং-সাক্ষী-দীপক

কমনওয়েলথে (Commonwealth Games 2022) ভারতীয় কুস্তিগীরদের জয়জয়কার। কুস্তিতে একই দিনে তিন-তিনটি সোনা জিতল ভারত। বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও দীপক পুনিয়ার হাত ধরে এল এই দুর্দান্ত সাফল্য৷ তাঁদের কৃতিত্বে চলতি কমনওয়েলথে ফের উজ্জ্বল হল ভারতের নাম। দেশের জন্য এ যেন এক ঐতিহাসিক দিন!

এদিন পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি ফাইনালে কানাডার প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতে নেন বজরং (Bajrang Punia)। প্রতিপক্ষ এল ম্যাকলিনের বিরুদ্ধে ৯-২ ব্যবধানে জেতেন তিনি। ফাইনালেও ঠিক সেমিফাইনালের মতোই দাপট বজায় রেখেছিলেন বজরং। প্রথমার্ধেই তিনি নিয়ে নেন চার পয়েন্ট। দ্বিতীয়ার্ধে ম্যাকলিন দুই পয়েন্ট নিয়ে ম্যাচ ফেরার চেষ্টা করলেও শেষ হাসি হাসেন বজরং-ই। দুরন্ত পারফরম্যান্স করে জিতে নেন সোনার পদক।

বজরং-এর পর দেশকে সোনা এনে দেন সাক্ষী মালিকও (Sakshi Malik) ৷ মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে কানাডার আনা গোদিনেজ গঞ্জালেজকে পরাস্ত করে স্বর্ণ পদক জেতেন ভারতীয় তারকা। একটা সময় গঞ্জালেজের বিরুদ্ধে ০-৪ পিছিয়ে পড়েছিলেন সাক্ষী। এরপরেই ঘুরে দাঁড়ান তিনি। এরপর টানা চার পয়েন্ট জেতেন । শেষ পর্যন্ত পয়েন্ট সমান হওয়ায় ‘ভিকট্রি বাই ফল’-এর বিচারে সোনা জিতে নেন সাক্ষী।

কুস্তিতে দেশকে তৃতীয় সোনা এনে দেন দীপক পুনিয়া (Deepak Punia)।  পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৮৬ কেজি ওজন বিভাগের ফাইনালে পাকিস্তানি কুস্তিগীর মোহাম্মদ ইনামকে সোনা জেতেন ভারতীয় অ্যাথলিট। ফাইনালে ইনামকে ৩-০ ব্যবধানে হারান তিনি। কার্যত তাঁকে দাঁড়াতেই দেননি দীপক। ফলে শেষ পর্যন্ত বাজিমাতও করেন তিনিই।

এই তিন কুস্তিগীরের এমন দুর্দান্ত সাফল্যে আনন্দে ভাসছে সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তারকাকে। অন্যদিকে, শুক্রবার কুস্তিতে আরও তিন পদক এসেছে ভারতের ঘরে। প্রথমে মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জেতেন আংশু মালিক। এছাড়াও মহিলাদের ৬৮ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের দিব্যা কাকরান। একইসঙ্গে পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জয় করলেন মোহিত গ্রেওয়াল।