শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অধিনায়ক হরমনপ্রীত! কমনওয়েলথের জন্য মহিলা ক্রিকেট দল ঘোষণা করে দিল ভারত

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ১১:৩৫ এএম | আপডেট: জুলাই ১২, ২০২২, ০৫:৩৫ পিএম

অধিনায়ক হরমনপ্রীত! কমনওয়েলথের জন্য মহিলা ক্রিকেট দল ঘোষণা করে দিল ভারত
অধিনায়ক হরমনপ্রীত! কমনওয়েলথের জন্য মহিলা ক্রিকেট দল ঘোষণা করে দিল ভারত

দীর্ঘ ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে (Common Wealth Games) ফিরে এল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে শেষবার খেলা হয়েছিল ক্রিকেট। এবার দীর্ঘ ২৪ বছর পর ফের কমনওয়েলথে ব্যাট-বলের লড়াই ফিরছে। ইংল্যান্ডের বার্মিংহ্যামে ফের বসতে চলেছে বাইশ গজের আসর।  চলতি বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham 2022 Commonwealth Games) খেলা হতে চলেছে মহিলাদের টি-২০ লিগ। আর এর জন্যই এবার ভারতের প্রমিলাবাহিনীর দল ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)।

বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট ফলের নেতৃত্ব ভার সামলাচ্ছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কমনওয়েলথেও দলের অধিনায়ক তিনিই। সহ অধিনায়কত্বের দায়িত্ব থাকবে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। এছাড়া দলে ফিরলেন অলরাউন্ডার স্নেহ রানা। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে খেলেননি এই ভারতীয় তারকা। এতদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে চলছিল তাঁর। অবশেষে চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন ঘটালেন রানা।

এছাড়াও ভারতীয় মহিলা দলের উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে ইয়াস্তিকা ভাটিয়াকে। স্টাম্পার হিসেবে রয়েছেন তানিয়া ভাটিয়াও। বাংলার মেয়ে রিচা ঘোষও রয়েছেন। তবে স্ট্যান্ড বাইতে। ভারতীয় পেসার সিমরন দিলও রয়েছেন স্ট্যান্ড বাইতে। সেই সঙ্গে রিজার্ভে রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার পুনম যাদবও। অন্যদিকে, দলে সুযোগ পেয়েছেন তিন পেসার- মেঘনা সিং, রেনুকা ঠাকুর ও পুজা ভাস্ত্রাকার। এছাড়াও দলে থাকছেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, এস মেঘানা, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, জেমিমা রড্রিগেজ, রাধা যাদব এবং হারলিন দেওল।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই থেকে অগাস্টের ৮ তারিখ পর্যন্ত বার্মিংহ্যামে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ। এবারের কমনওয়েলথ গেমসে পুরুষদের ক্রিকেটের কোনও বিভাগ নেই। শুধুমাত্র মহিলাদের টি-২০ লিগই খেলা হবে। মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করতেই কমনওয়েলথে ক্রিকেটের অর্ন্তভুক্তি বলে জানা যাচ্ছে।

এবারের কমনওয়েলথ গেমসের টি-২০ লিগে অংশ নেবে মোট আটটি দেশ। সেই আট দেশ হল, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বার্বাডোজ। শ্রীলঙ্কা কোয়ালিফিয়ার রাউন্ডে জিতে মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছে। লিগটিতে দু‍‍`টি গ্রুপ রয়েছে। আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোজ। গ্রুপে বি-তে থাকছে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

কমনওয়েলথের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ২৯ জুলাই ভারতীয় মহিলা-অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়েই লিগের সূচনা। এরপর ৩১ জুলাই বার্মিংহ্যামে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। গ্রুপের শেষ ম্যাচ বার্বাডোজের বিরুদ্ধে ৩ অগাস্ট এজবাস্টনে। উল্লেখ্য, দুটি গ্রুপ থেকেই দুটি করে দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দুটি খেলা হবে ৬ অগাস্ট, এজবাস্টনে। ফাইনাল খেলা হবে ৭ অগাস্ট।

কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল
হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, এস মেঘানা, তানিয়া ভাটিয়া, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পুজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, জেমিমা রড্রিগেজ, রাধা যাদব, হারলিন দেওল ও স্নেহ রানা।