শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

IPL 2022: কঠিন লড়াই! কোন অঙ্কে প্লে-অফে খেলতে পারে KKR? দেখুন

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৭, ২০২২, ০৬:৩৭ পিএম | আপডেট: মে ৮, ২০২২, ১২:৪২ এএম

IPL 2022: কঠিন লড়াই! কোন অঙ্কে প্লে-অফে খেলতে পারে KKR? দেখুন
IPL 2022: কঠিন লড়াই! কোন অঙ্কে প্লে-অফে খেলতে পারে KKR? দেখুন

আইপিএলে পরপর পাঁচ ম্যাচ হেরে কার্যত খাদের কিনারায় দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফের দৌঁড় থেকে প্রায় ছিটকেই যেতে বসেছিল। সেখান থেকে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে কিছুটা অক্সিজেন পেয়েছে দল। আজ, লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হচ্ছে কেকেআর। প্লে-অফে দৌঁড়ে টিকে থাকতে গেলে নাইটদের কাছে এই ম্যাচ ‍‍`মাস্ট উইন‍‍`!

লিগ টেবিলের দুই নম্বরে থাকা লখনউ ইতিমধ্যেই প্লে অফের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। নাইটদের বিরুদ্ধে জিতলে সেই রাস্তায় আরও এক ধাপ এগিয়ে যাবে কেএল রাহুলের দল। কিন্তু কলকাতার কাছে প্লে-অফের রাস্তা বেশ কঠিন। শুধু এই ম্যাচ জিতলেই চলবে না, এর পরের আরও ৩টি ম্যাচেও জিতে পয়েন্ট তালিকায় নিজেদের প্রথম চারে তুলে আনতে হবে। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের রান রেটের দিকে।

কোন অঙ্কে প্লে অফে খেলতে পারবে কেকেআর? এক নজরে দেখে নেওয়া যাক!
চলতি আইপিএলে শুরুটা ভাল করেও টানা পাঁচ ম্যাচ হেরে কার্যত চাপে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে জিতেছে ৪টি ম্যাচ, হার ৬টিতে। নাইটদের পয়েন্ট এখন ১০। নেট রান রেট +০.০৬। এখনও বাকি চার ম্যাচ।

প্লে অফের আশা টিকিয়ে রাখার জন্য বাকি চার ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে কলকাতাকে। সেক্ষেত্রে মোট ১৬ পয়েন্টে পৌঁছাবে তারা। তবে সে ক্ষেত্রেও বাকি দলগুলির রান রেটের দিকে নজর রাখতে হবে নাইট শিবিরকে। কারণ অনেক ক্ষেত্রে রান রেটই পয়েন্ট তালিকায় পার্থক্য গড়ে দেয়।

উল্লেখ্য, এবারে আইপিএলে ৮ দলের বদলে ১০ দলের লড়াই চললেও প্লে অফে খেলবে চারটি দলই৷ পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে প্লে অফে খেলবে। এখনও অবধি গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। তাদের প্লে অফ খেলা কার্যত নিশ্চিত৷ বাকি ৯ দলের মধ্যে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। বাকি ৭ দলের মধ্যে চলছে প্লে অফে পৌঁছানোর লড়াই৷