শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চোটের জন্য নেই কেএল রাহুল! ইংল্যান্ডে রোহিতের সঙ্গে টেস্ট ওপেনিং-এ নামবেন কে?

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ২১, ২০২২, ০২:০১ পিএম | আপডেট: জুন ২১, ২০২২, ০৮:৪৮ পিএম

চোটের জন্য নেই কেএল রাহুল! ইংল্যান্ডে রোহিতের সঙ্গে টেস্ট ওপেনিং-এ নামবেন কে?
চোটের জন্য নেই কেএল রাহুল! ইংল্যান্ডে রোহিতের সঙ্গে টেস্ট ওপেনিং-এ নামবেন কে?

ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এই সফরে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট, তিনটি ওয়ান-ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। জুলাই মাসের ১ তারিখ থেকে এজবাস্টনে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। যা চলবে ৫ জুলাই পর্যন্ত। টেস্ট শেষের পরই সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত।

কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ব্রিটিশদের বিরদ্ধে এজবাস্টন টেস্টে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন কে? কারণ, কুঁচকির চোটের কারণে ইতিমধ্যেই সফর থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। তাই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের কাছে এখন সবচেয়ে বড় চিন্তা ওপেনার সমস্যা মেটানো। তবে যেটুকু ইঙ্গিত মিলছে তাতে বোঝা যাচ্ছে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে জুটি হিসেবে নামবেন শুভমান গিল।

সম্প্রতি বিসিসিআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, নেটে একসঙ্গে অনুশীলন করছেন রোহিত শর্মা ও শুভমান গিল। ক্যাপশনে লেখা, ‍‍`আমাদের ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল প্রথম দিনে নেট অনুশীলনে প্রচুর ঘাম ঝড়াচ্ছেন।‍‍` বিসিসিআইয়ের এই পোস্টটিই ইঙ্গিত দেয় যে রোহিতের সঙ্গে এজবাস্টন টেস্টে গিলকেই ওপেন করতে দেখা যেতে পারে।

এবার একনজরে দেখে নেওয়া যাক, 

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা,ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।

ভারতের ইংল্যান্ড সফরের সূচী

২৪-২৭ জুন প্রস্তুতি ম্যাচ বনাম লেস্টারশায়ার

১-৫ জুলাই ৫ম টেস্ট ম্যাচ, এজবাস্টন

১ জুলাই টি-২০ প্রস্তুতি ম্যাচ বনাম ডার্বিশায়ার
৩ জুলাই টি-২০ প্রস্তুতি ম্যাচ বনাম নর্দাম্পটনশায়ার

৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি, দ্য এজেস বোল
৯ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি, এজবাস্টন
১০ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি, ট্রেন্ট ব্রিজ

১২ জুলাই, প্রথম ওয়ানডে, ওভাল
১৪ জুলাই, দ্বিতীয় ওয়ানডে, লর্ডস 
১৭ জুলাই তৃতীয় ওয়ানডে,ওল্ড ট্র্যাফোর্ড