বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

IPL 2022: বাড়ল নাইটদের দুশ্চিন্তা! KKR-র বিরুদ্ধে হায়দ্রাবাদ দলে ঢুকতে চলেছেন এই রহস্য স্পিনার

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১১:৩৬ এএম | আপডেট: এপ্রিল ১৫, ২০২২, ০৫:৩৬ পিএম

IPL 2022: বাড়ল নাইটদের দুশ্চিন্তা! KKR-র বিরুদ্ধে হায়দ্রাবাদ দলে ঢুকতে চলেছেন এই রহস্য স্পিনার
বাড়ল নাইটদের দুশ্চিন্তা! KKR-র বিরুদ্ধে হায়দ্রাবাদ দলে ঢুকতে চলেছেন এই রহস্য স্পিনার

চলতি আইপিএলের ( IPL 2022) প্রথম দুই ম্যাচে পর পর হেরে বেশ চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে তার পরের দুটি ম্যাচে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে দল। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় খাতা খুলেছে হায়দ্রাবাদ। এবার সামনে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শুক্রবার, বাংলা নববর্ষের দিনই কলকাতার ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে সানরাইজার্সরা!

তবে নাইটদের বিরুদ্ধে নামার আগে হায়দ্রাবাদ শিবিরে কিন্তু বেশ চিন্তার কারণ দেখা দিয়েছে। আগের ম্যাচেই আঙুলে চোট পেয়েছেন দলের অন্যতম স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আপাতত পর পর দুই ম্যাচ খেলতে পারবেন না। তাঁর বদলে দলে ঢোকার সম্ভাবনা জগদীশ সুচিতের। কলকাতার বিরুদ্ধে তাঁর প্রথমে একাদশে জায়গা প্রায় পাকা।

এদিকে জগদীশ দলে ঢুকলে তা কিন্তু নাইটদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। ক্রিকেট মহলে জগদীশের পরিচিতি রয়েছে রহস্য স্পিনার হিসেবে। তাঁর বল বেশ সমস্যায় ফেলতে পারে নাইটদের। তবে গত ম্যাচে দিল্লির কাছে ৪৪ রানে হারার পর কেকেআর ঘুরে দাঁড়াতে মরিয়া। আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নাইটরা। সানরাইজার্সকে হারিয়ে রান রেট বাড়াতে পারলেই তালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাবে কেকেআর। সেই লক্ষ্যেই আজ মাঠে নামবেন নাইটরা।

খেলা শুরু হবে সন্ধ্যা ৭ঃ৩০ থেকে, মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। হায়দ্রাবাদের দলে পরিবর্তন এলেও নাইটদের প্রথম একাদশ অপরিবর্তিত থাকারই প্রবল সম্ভাবনা। তবে যদি অ্যারন ফিঞ্চ দলে ঢোকেন সেক্ষেত্রে দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ:
অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রসিক সালাম দার

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জগদীশ সুচিত, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেন, উমরান মালিক, টি নটরাজন