শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

CSK-র বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েও খুশি নন RCB-র এই পেসার! কেন?

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৫, ২০২২, ০৭:১৪ পিএম | আপডেট: মে ৬, ২০২২, ০১:১৪ এএম

CSK-র বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েও খুশি নন RCB-র এই পেসার! কেন?
CSK-র বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েও খুশি নন RCB-র এই পেসার! কেন?

বল হাতে গতকাল মাঠে আগুন ঝরিয়েছেন তিনি। তাঁর দুরন্ত বোলিংয়ের দাপটেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৩ রানে হার স্বীকার করেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। তবু নিজের পারফরম্যান্সে খুশি নন আরসিবির এই পেসার।

কথা হচ্ছে হর্ষল প্যাটেলকে নিয়ে। ব্যাঙ্গালোরের এই পেসার গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৫ রান দিয়ে তুলে নিয়েছেন তিন-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। মঈন আলি, রবীন্দ্র জাদেজার ও ডোয়েন প্রিটোরিয়াসের মতো ক্রিকেটারকে আউট করেছিলেন হর্ষল। তবু কেন নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন তিনি? ম্যাচ শেষের পর জানালেন নিজেই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসে হর্ষল জানান, “এখনও পর্যন্ত এই ম্যাচ সহ এই টুর্নামেন্টে আমি ভালো ইয়র্কার বল করতে পারিনি। তাই একটু হতাশ। তবে আশা রাখছি যে আগামী ম্যাচগুলোতে ইয়র্কার বল করতে পারব।“

তিনি আরও বলেন, “প্রথম ওভারে আমি উইকেটে ধীরগতিতে বল রাখার চেষ্টা করেছি। সঠিক জায়গায় সঠিক বল রাখার চেষ্টা করছিলাম। এভাবেই ওদের দুই বাঁহাতি ব্যাটারকে আউট করেছি। এতে ভালো লাগছে।"

উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজের দিদিকে হারিয়েছিলেন হর্ষল। সেই শোক কাটিয়েই ফের নেমে বলে মাঠে। আর এবার ম্যাচ জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখলেন। এই ম্যাচ জয়ের পরে আরসিবি উঠে এল পয়েন্ট তালিকার চার নম্বরে। সিএসকে নয় নম্বরেই থেকে গেল।