বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার! ট্যুইটারে আবেগঘন বার্তা ‍‍`হিটম্যান‍‍`-এর

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০২:০২ পিএম | আপডেট: জুন ২৩, ২০২২, ০৮:৪১ পিএম

দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার! ট্যুইটারে আবেগঘন বার্তা ‍‍`হিটম্যান‍‍`-এর
দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার! ট্যুইটারে আবেগঘন বার্তা ‍‍`হিটম্যান‍‍`-এর

দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর এই বিশেষ বর্ষপূর্তির দিনে ট্যুইটারে আবেগঘন বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবারই ট্যুইটারে তিনি একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন তিনি। সেখানেই নিজের ১৫ বছরের যাত্রাপথের কথা তুলে ধরেন হিটম্যান।

এদিন ট্যুইটারে রোহিত লেখেন, ‍‍`ভারতের হয়ে অভিষেক করার পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলাম। এই যাত্রা অবশ্যই আমার বাকি জীবনের জন্য লালন করতে চাই।‍‍`

এরপরই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভারত অধিনায়ক লেখেন, ‍‍`আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই যাত্রায় অংশ নিয়েছেন এবং যারা আমাকে খেলোয়াড় হতে সাহায্য করেছেন। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি তার জন্য তাঁদের বিশেষ ধন্যবাদ। আমরা যে সকল বাধা অতিক্রম করে আসি, সমস্ত ক্রিকেটপ্রেমী, ভক্ত এবং সমালোচকদের ভালবাসা এবং সমর্থনই সেই সব বাধা অতিক্রম করতে সাহায্য করে।‍‍` রোহিতের এই পোস্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


প্রসঙ্গত, বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন রোহিত শর্মা। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছরের সিরিজের বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্ট। তার আগে এদিন লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

উল্লেখ্য, বিদেশের মাটিতে এই প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন হিটম্যান৷ তাঁর কাঁধেই এখন দলের গুরুদায়িত্ব! সে দায়িত্ব তিনি কীভাবে সামলান, এখন সেটাই দেখার!