শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গাভাসকারের! কী বললেন কিংবদন্তি?

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৯:৪৫ পিএম | আপডেট: মার্চ ৩০, ২০২২, ০৩:৪৫ এএম

IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গাভাসকারের! কী বললেন কিংবদন্তি?
IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গাভাসকারের! কী বললেন কিংবদন্তি?

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর সেই ম্যাচে সিএসকে-কে হেলায় হারিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। চেন্নাই গতবারের চ্যাম্পিয়ন। আর সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকেই এবার প্রথম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে নাইট শিবির৷ এরই মাঝে কেকেআরকে নিয়ে ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকার (Sunil Gavaskar) এমন মন্তব্য করে বসলেন, যা শুনলে শ্রেয়াস আইয়ারদের মুখের হাসি চওড়া হতে বাধ্য!

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, সবকিছু ঠিক থাকলে আইপিএল ২০২২-এর প্লে অফে নাইটদের যাওয়া পাকা! নতুন আদলের এই আইপিএলে নক আউটে কলকাতার খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। সম্প্রতি এমনটাই বললেন সানি। তাঁর কথায়, ‘‘অবশ্যই এবারও মুম্বই ইন্ডিয়ান্স অন্যতম ফেভারিট। দিল্লি ক্যাপিটালসও। শেষ দু’বছরে দিল্লি যেভাবে পারফর্ম করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। দ্বিতীয় দল হিসেবে আমি দিল্লিকে ফেভারিট বাছব। সেই সঙ্গে কেকেআরকেও এবারের প্লে-অফে দেখতে পাচ্ছি।"  

উল্লেখ্য, গত আইপিএল নিলামের সময় কলকাতার রিজার্ভ বেঞ্চ দেখে কিছুটা উদ্বিগ্নই ছিলেন গাভাসকার। নাইটদের ভবিষ্যৎ কী হবে তা চিন্তায় ফেলেছিল তাঁকে। তবে এবার প্রথম ম্যাচ দেখেই ভবিষ্যদ্বাণী করে দিলেন ‍‍`লিটল মাস্টার‍‍`। ক্রিকেট কিংবদন্তির মুখে এমন কথা শুনে নাইট শিবিরের আত্মবিশ্বাস যে আরও বাড়বে তা বলাই বাহুল্য!