বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সামনেই টি-২০ বিশ্বকাপ! তার আগে ঠাসা সূচী টিম ইন্ডিয়ার, দেখে নিন ম্যাচের তালিকা

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ১, ২০২২, ১১:৩৬ এএম | আপডেট: জুন ১, ২০২২, ০৫:৩৬ পিএম

সামনেই টি-২০ বিশ্বকাপ! তার আগে ঠাসা সূচী টিম ইন্ডিয়ার, দেখে নিন ম্যাচের তালিকা
সামনেই টি-২০ বিশ্বকাপ! তার আগে ঠাসা সূচী টিম ইন্ডিয়ার, দেখে নিন ম্যাচের তালিকা

সদ্য শেষ হয়েছে আইপিএল (IPL 2022)। সামনে মেগা টুর্নামেন্ট বলতে এবার টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup 2022) পালা। আর এই টুর্নামেন্টই এখন পাখির চোখ টিম ইন্ডিয়ার (Team India)। তার জন্য এবার শুরু হচ্ছে প্রস্তুতিও৷

বিশ্বকাপের আগেই এখন ঠাসা সূচী ভারতের৷ অক্টোবরে আয়োজিত মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এখন পরপর টি-২০ সিরিজ খেলবে দল৷ প্রায় ২০টি টি-২০ ম্যাচ খেলতে চলেছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

জুনেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজে বিশ্রামে থাকবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই মহাতারকার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ ছাড়াও আগামী কয়েক মাসে পরপর আরও টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল৷ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছাড়াও খেলবে এশিয়া কাপ ২০২২। তাই আগামী কয়েক মাস ভারতীয় ব্রিগেডের ব্যস্ততা থাকবে তুঙ্গে।

একনজরে টিম ইন্ডিয়ার আগামীর ক্রিকেট সূচী-

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 
জুনে ৫ ম্যাচের টি-২০ সিরিজ।

ভারতের আয়ারল্যান্ড সফর
জুনেই ২ ম্যাচের টি-২০ সিরিজ।

ভারতের ইংল্যান্ড সফর
জুন-জুলাইতে ইংল্যান্ডে ১ টি টেস্ট, ৩টি ওডিআই ও ৩ টি-২০ ম্যাচের সিরিজ।

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর
জুলাই-অগাস্টে ৩ টি ওডিআই, ৫ টি-২০ ম্যাচের সিরিজ।

ভারতের শ্রীলঙ্কা সফর
অগাস্টে ২ টি-২০ ম্যাচের সিরিজ।

এশিয়া কাপ ২০২২
অগাস্ট-সেপ্টেম্বর ধরে চলবে টুর্নামেন্ট। টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ

টি-২০ বিশ্বকাপ ২০২২
অক্টোবর-নভেম্বর ধরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ।