বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

SSC-র মাধ্যমে স্কুলগুলিতে বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ! কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? জানুন বিস্তারিত

০২:৩১ পিএম, জুন ১৬, ২০২১

SSC-র মাধ্যমে স্কুলগুলিতে বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ! কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? জানুন বিস্তারিত

বড় খবর! স্কুল সার্ভিস কমিশন(SSC)-এর তরফে রাজ্যের স্কুলগুলিতে ফের নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ করা হতে চলেছে স্কুলগুলিতে৷ ফলে প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর তরফে নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে দীর্ঘদিন ধরেই স্থগিত রয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। শেষবার শিক্ষক নিয়োগ করা হয়েছিল ২০১২ সালে। ওই সময় বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছিল। তারপর থেকে প্রায় ৮ বছর ধরে কোনও নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন স্কুলে এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি লাইব্রেরিয়ান পদ ফাঁকা রয়েছে। সেই সংখ্যা আবার কিছুটা বাড়তেও পারে। তাই খুব শীঘ্রই বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের স্কুল লাইব্রেরিয়ানের শূন্যপদ পাঠানোর নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

[caption id="attachment_18882" align="alignnone" width="1000"]SSC-র মাধ্যমে স্কুলগুলিতে বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ! কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি SSC-র মাধ্যমে স্কুলগুলিতে বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ! কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? জানুন বিস্তারিত / প্রতীকী ছবি [/caption]

কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? এখনও অবধি জানা গিয়েছে, শূন্য পদের সংখ্যা এক হাজার। তবে সে সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷ সেই মতোই প্রস্তুতি নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর৷ জানা গিয়েছে, বিভিন্ন জেলা থেকে শূন্য পদের তালিকা আসা মাত্রই দ্রুত বিজ্ঞাপন দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে। যোগ্যতামান হিসেবে লাইব্রেরিয়ান সায়েন্সের ওপর কোর্স করা রয়েছে কিনা সেটাও দেখা হবে।

অন্যদিকে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখনও স্থগিত রয়েছে। আইনি জটিলতায় নিয়োগ কাজ করা সম্ভব হচ্ছে না। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ শে জুলাইয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা বের করার জন্য কোর্টের কাছে চার সপ্তাহ সময় চেয়েছিল SSC। কিন্তু সেই সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। ফলে SSC-এর তরফে কী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে চলেছে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।