শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিনা পুঁজিতেই শুরু করুন এই ব্যবসা! প্রতি মাসে বাড়ি বসে আয় করুন লক্ষাধিক টাকা

০২:৩৯ পিএম, অক্টোবর ৭, ২০২১

বিনা পুঁজিতেই শুরু করুন এই ব্যবসা! প্রতি মাসে বাড়ি বসে আয় করুন লক্ষাধিক টাকা

করোনা কালে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক হাল। বড় বড় বেসরকারি সংস্থা গুলি থেকে শুরু করে ছোটখাটো চাকরি, সবেতেই কাজ হারিয়েছেন বহু মানুষ। এই অবস্থায় অনেকেই নিকের ব্যবসার কথা ভাবছেন। কিন্তু ব্যবসা শুরু করতেও লাগবে বিশাল অর্থের পুঁজি। এই কারণে পিছিয়ে আসছেন অধিকাংশ মানুষ।

তবে আর চিন্তা নেই। এবার বাড়িতে বসেই নামমাত্র পুঁজিতে বেশ কিছু ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন আপনি৷ এমনকি প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জনও অস্বাভাবিক নয়। বর্তমানে একাধিক সংস্থা ব্যবসা শুরু করার জন্য যুবক যুবতীদের উৎসাহ দিচ্ছে। সেই সংস্থাগুলি ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে৷ এ ক্ষেত্রে অত্যন্ত কম খরচে পোস্ট অফিস বা আধারের ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে তা থেকে লক্ষ লক্ষ আয় করতে পারেন আপনিও। আর সবচেয়ে স্বস্তির বিষয়, এই ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷

বর্তমানে আধার কার্ডের ভাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিশাল অর্থ উপার্জন করার দুর্দান্ত সুযোগ রয়েছে ৷ সরকারি থেকে বেসরকারি, এই মুহূর্তে সব ক্ষেত্রেই আধার কার্ড একান্ত প্রয়োজনীয়। তাই আধার কার্ড সংক্রান্ত ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করলে ব্যবসায় কোন সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম৷ এছাড়াও পোস্ট অফিসের ফ্র‍্যাঞ্চাইজি নিলে মানিঅর্ডার, স্পিড পোস্ট, পোস্টাল অর্ডার প্রভৃতি বিক্রি করে কমিশনের মাধ্যমে টাকা রোজগার করা সম্ভব৷ ফলে লোকসানের আশঙ্কাও কম। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিলে বেশি লাভবান হওয়া যাবে।

আধার কার্ড ফ্র‍্যাঞ্চাইজি: আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে প্রথমে UIDAI এর একটি পরীক্ষায় পাশ করতে হবে ৷ এরপর সার্ভিস সেন্টার খোলার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে। পরীক্ষায় পাশ করার পর আধার এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। এরপর কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করাতে হবে ৷

এক্ষেত্রে কীভাবে আবেদন করবেন? আধার ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে NSEIT এর আধিকারিক ওয়েবসাইট https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action ভিজিট করতে হবে ৷

পোস্ট অফিস ফ্র‍্যাঞ্চাইজি: পোস্ট অফিসের তরফে দু’রকমের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়। এর মধ্যে প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেটের ও দ্বিতীয়টি পোস্টাল এজেন্টস ফ্র্যাঞ্চাইজি৷ এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য মাত্র ৫০০০ টাকা খরচ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন আপনি।

এক্ষেত্রে কীভাবে করবেন আবেদন? এই ফ্র্যাঞ্চাইজির জন্য পোস্ট অফিসের অফিশিয়াল সাইটে নোটিফিকেশন পড়ে আবেদন করুন ৷ আবেদন করার জন্য https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf -এই অফিশিয়াল লিঙ্কে ক্লিক করতে হবে ৷

এছাড়াও পুঁজি বেশি থাকলে ২ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে, আমুল কিম্বা আইসক্রিম পার্লারেরও ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করতে পারেন আপনি। আমুলের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে চাইলে retail@amul.coop-এ ই-মেল করতে হবে ৷ এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, যত জনপ্রিয় কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেবেন, ততই আপনার লাভের সম্ভাবনা বেশি।