শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জরুরি খবর! SBI গ্রাহকরা আজ আর কাল পাবেন না এই পরিষেবা! কী জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ?

০১:২৩ পিএম, আগস্ট ৬, ২০২১

জরুরি খবর! SBI গ্রাহকরা আজ আর কাল পাবেন না এই পরিষেবা! কী জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ?

SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ! শুক্র এবং শনিবার, এই দু’দিন ব্যাহত হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ডিজিটাল পরিষেবা। সম্প্রতি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ট্যুইট করে জানাল এ কথা। জানা গিয়েছে, প্রযুক্তিগত উন্নতির কাজ করার জন্যই ওই বিঘ্নিত হবে পরিষেবা। এর ফলে আজ এবং কাল বেশ কয়েক ঘণ্টার জন্য সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।

SBI-এর তরফে ট্যুইটের মাধ্যমে জানানো হয়েছে যে, ৬ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিট থেকে ৭ আগস্ট রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবা। সে সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো (YONO), ইয়োনো লাইট (YONO Lite), ইয়োনো বিজনেস (YONO Business) ইত্যাদি পরিষেবা ব্যবহার করা যাবে না। ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সহযোগিতা করার অনুরোধও করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

https://twitter.com/TheOfficialSBI/status/1422968261205843969?s=20

উল্লেখ্য, করোনাকালীন আবহে ব্যাঙ্ক সংক্রান্ত ডিজিটাল পরিষেবার ব্যবহার ও গুরুত্ব রীতিমতো বাড়ছে। ফলে প্রযুক্তিগত উন্নতির দিকে নজর দিতে হচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। সেই কাজের জন্য রাতের সময়টুকুকেই বেছে নেওয়া হয়েছে। তাই সাময়িক ভাবে বন্ধ থাকছে ডিজিটাল পরিষেবা।