State Bank of India 3850 টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যার আবেদন সমাপ্তির তারিখ 16 আগস্ট। এই নিয়োগের ভিত্তিতে সার্কেল অনুসারে শূন্য পদ গুলি হলো: ১) মহারাষ্ট্র: 550 ২) চেন্নাই: 550 ৩) জয়পুর: 300 ৪) হায়দ্রাবাদ: 550 ৫) ব্যাঙ্গালুরু: 750 ৬) ভোপাল: 400 ৭) আমেদাবাদ: 750
বয়সসীমা: প্রার্থীদের 02/08/1990 এর আগে জন্মগ্রহণ করতে হবে… শিক্ষাগত যোগ্যতা: কেন্দ্রীয় সরকারের কোনো স্বীকৃতো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
অভিজ্ঞতা: যে কোনো বাঙ্কে কর্মরত হিসেবে 2 বছরের অভিজ্ঞতা… বাছাই প্রক্রিয়া: শর্টলিস্টিং ও সাক্ষাৎকার… আবেদন ফি: অনলাইন মোডের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। 750 টাকা সাধারণ ও ওবিসি দের জন্য। এসটি – এসসি দের জন্য কোনো আবেদন মূল্য নেই।
কিভাবে আবেদন করবেন: Official Notification: Click Here… Apply Online: Click Here